For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে হতাশ করলেন অন্নু রানি, পুরুষদের জ্যাভলিনে নজরে নীরজ ও রোহিত

Google Oneindia Bengali News

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শেষ অবধি পদকের দাবি জানাতে ব্যর্থ অন্নু রানি। ওরেগনের ইউজিনে হেওয়ার্ড ফিল্ডে মহিলা জ্যাভলিনে সপ্তম স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে। কাল সকালে পুরুষদের জ্যাভলিন ফাইনালে নজর থাকবে নীরজ চোপড়া ও রোহিত যাদবের দিকে। অঞ্জু ববি জর্জ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতার পর যে দীর্ঘ খরা চলছে, তা মেটানোর বড় বাজি নীরজই।

বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে হতাশ করলেন অন্নু রানি,

অন্নু রানি ফাইনালে ওঠায় তাঁকে ঘিরে পদকের আশা ছিল ক্রীড়াপ্রেমীদের মনে। প্রথম থ্রো তিনি পাঠান ৫৬.১৮ মিটার দূরত্বে। এরপর অন্নু দ্বিতীয় প্রয়াসে বর্শা ৬১.১২ মিটারে পাঠাতে সক্ষম হন। এই পারফরম্যান্সের সুবাদে প্রথম আটে চলে আসেন তিনি। কিন্তু এই স্কোর আর পরের চারটি প্রয়াসে টপকাতে ব্যর্থ হন অন্নু। তাঁর ৬টি প্রয়াসে বর্শা গিয়ে পৌঁছায় যথাক্রমে ৫৬.১৮ মিটার, ৬১.১২ মিটার, ৫৯.২৭ মিটার, ৫৮.১৪ মিটার, ৫৯.৯৮ মিটার, ৫৮.৭০ মিটার।

অস্ট্রেলিয়ার কেলসি-লি বার্বার ৬৬.৯১ মিটার দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে সোনা জিতেছেন। রুপো জিতেছেন কারা উইঙ্গার, তিনি নিজের শেষ থ্রো-য় বর্শা নিক্ষেপ করেন ৬৪.০৫ মিটার। জাপানের হারুকা কিতাগিচি নিজের শেষ থ্রো-য় ৬৩.২৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে এই বিভাগে জাপানকে প্রথম পকদটি এনে দেন। ফলে তাঁদের ধারেকাছে অন্নু পৌঁছাতে না পারলেও বিশ্বে সপ্তম স্থান অধিকার করা কম কৃতিত্বের নয় বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

English summary
Annu Rani Finished Seventh In The Women's Javelin Throw Final Of World Athletics Championships. Annu's Second Throw Of 61.12m. Remained The Best Of The Evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X