For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করলেন অনির্বাণ লাহিড়ী, অল্পের জন্য স্পর্শ করতে পারলেন না টাইগার উডসের নজির

মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করলেন অনির্বাণ লাহিড়ী, অল্পের জন্য স্পর্শ করতে পারলেন না টাইগার উডসের নজির

Google Oneindia Bengali News

মার্কিন মুলুকে ইতিহাস তৈরি করলেন বাঙালি গল্ফার অনির্বাণ লাহিড়ী। ফ্লোরিডার পাম ভ্যালিতে প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার্স হলেন বাঙালি গল্ফার। অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারলেন না অনির্বাণ। মাত্র একটি স্ট্রোক এই চ্যাম্পিয়নশিপের বিজয়ী ক্যামেরুন স্মিথের সঙ্গে অনির্বানের পয়েন্টের পার্থক্য গড়ে দিল।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করলেন অনির্বাণ লাহিড়ী, অল্পের জন্য স্পর্শ করতে পারলেন না টাইগার উডসের নজির

বিশ্বের সব থেকে বেশি পুরস্কার মূল্যের প্রতিযোগীতায় রানার্স হয়ে ভারতীয় মুদ্রায় সাড়ে ১৬ কোটি টাকা পুরস্কার মূল্য পেলেন অনির্বাণ। মোট ১৫০ কোটি টাকা পুরস্কার মূল্যের এই প্রতিযোগীতায় আগে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার উডস, গ্রেগ নরম্যান মতো কিংবদন্তি গল্ফাররা। অনির্বাণ সেই কৃতিত্ব ছুঁতে না পারলেও ঐতিহ্যশালী প্রতিযোগীতায় রানার্স হওয়াটাও কম গর্বের নয়।
লতি সপ্তাহে অনির্বাণের বিশ্ব ব়্যাঙ্কিং ছিল ৩২২ । সেখান থেকে টুর্নামেন্ট জয়ের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি ।

শেষ পর্যন্ত জয় না আসলেও অনির্বানের ব়্যাঙ্কিংয়ে বড় উন্নতি হবে তা আশা করা যায়। ফাইনাল রাউন্ডে ৩-আন্ডার পার ৬৯ মারেন অনির্বাণ। যার ফলে চ্যাম্পিয়ন হওয়া ক্যামেরুন স্মিথের থেকে এক শট পিছনে শেষ করেন তিনি। এই ম্যাচে একটা ভুলই করেছিসেন অনির্বাণ। পার-৩ এইট অবস্থায় তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় স্থানে শেষ করলেও এ দিন হতাশা ধরা পড়েছে অনির্বাণের গলায়। আক্ষেপের সুরে তিনি বলছিলেন, সাত বছর ধরে এখানে খেলছি কিন্তু এখনও ফিনিশিং লাইন পেরতে পারলাম না। উল্লেখ্য, শেষ রাউন্ডের আগের রাউন্ড পর্যন্ত একটি শটে এগিয়ে ছিলেন অনির্বাণ।

অল্পের জন্য চ্যাম্পিয়ন না হতে পারার হতাশা আড়াল না করলেও দ্বিতীয় স্থানে শেষ করে একেবারেই অখুশি নন বাঙালি গল্ফার। তিনি বলেছেন, "চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। এমন কিছু ভুল করেছি যেটা চাইলেই এড়িয়ে যাওয়া যেত। তবে গল্ফ এটাই। শেষ দুই বছর ভাল যায়নি। (টুর্নামেন্ট শুরুর আগে ) আমি আশা করিনি এতটা এগতে পারবো। দীর্ঘ একটা সময় খারাপ যাওয়ার পর এই সাফল্য অনেকটাই বড়।"

চলতি সপ্তাহে গল্ফের বিশ্ব ক্রমতালিকায় অনির্বাণের স্থান ছিল ৩২২ নম্বরে। দ্য প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার্স হওয়ার ফলে তিনি ক্রমতালিকায় অনেকটাই উন্নতি যে করবেন তা বলাই বাহুল্য।

English summary
Anirban Lahiri has got back his touch. Lahiri gets his best PGA Tour finish. He finishes in second position at The players championship.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X