For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন

Google Oneindia Bengali News

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে খেতাবের দিকে আরও এক ধাপ এগোলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। এবার তিনি পৌঁছে গেলেন শেষ চারে। কোয়ার্টার ফাইনালে তিনি ওয়াকওভার পেয়ে এগোলেও, শেষ আট থেকে বিদায় নিল ভারতের এক নম্বর ডাবলস জুটি।

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য সেন

সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্তের মতো ব্যাডমিন্টন তারকারা অল ইংল্যান্ড ওপেনে হতাশ করলেও ভারতের ভরসা জায়ান্ট-কিলার লক্ষ্য সেন। ভারতের এক নম্বর পুরুষ শাটলার লক্ষ্যর কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল চিনের প্রতিপক্ষ লু গুয়াং জু-র বিরুদ্ধে। বার্মিংহ্যামে আজকের এই খেলায় লক্ষ্য ওয়াকওভার পেয়ে শেষ চারে পৌঁছে তো গেলেনই, পেয়ে গেলেন অপ্রত্যাশিত বিশ্রামও। যার ফলে সেমিফাইনালে আরও রিফ্রেশ হয়ে কোর্টে নামতে পারবেন লক্ষ্য। ফাইনালে তাঁর প্রতিপক্ষ হতে চলেছেন গতবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার জি জিয়া কিংবা বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা জাপানের কেন্তো মোমোতা।

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য সেন

গত ৬ মাস ধরে দারুণ ছন্দে রয়েছেন লক্ষ্য। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার পর ইন্ডিয়া ওপেন সুপার ৫০০ খেতাব জিতেছেন। জার্মান ওপেনে গত সপ্তাহে রানার-আপ হলেও সেমিফাইনালে হারিয়েছিলেন বিশ্বের ১ নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনকে। অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তাঁর কাছে পরাস্ত হন বিশ্বের ৩ নম্বর অ্যান্ডার্স অ্যান্টনসেন এবং বিশ্বের ৫ নম্বর অ্যান্টনি জিনটিং।

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য সেন

এদিকে, ডাবলসে সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি পরাস্ত হলো কোয়ার্টার ফাইনালে। বিশ্বের ১ নম্বর ইন্দোনেশীয় জুটি কেভিন সুকামুলজো-মার্কাস জিডেওনের কাছে বিশ্বের ৮ নম্বরে থাকা ভারতীয় জুটি হারল স্ট্রেট গেমে। তবে দারুণ লড়াইয়ের পর। প্রথম গেমে সাত্বিক-চিরাগ একটা সময় ২০-১৫ ব্যবধানে থেকেও বাজিমাত করতে পারেননি। শেষ অবধি তাঁরা পরাস্ত হন ২২-২৪ ব্যবধানে, দীর্ঘক্ষণ ধরে র‌্যালি চলার পরেও। দ্বিতীয় গেমেও তাঁরা ভালোই লড়াই চালান। যদিও তাতে ইন্দোনেশীয় জুটির সেমিফাইনালে ওঠা আটকায়নি, বিশ্বের ১ নম্বর জুটি দ্বিতীয় গেম জেতে ২১-১৭ ব্যবধানে।

English summary
All England Open 2022: Lakshya Sen Got A Walkover To The Men's Singles Semi-Final. Satwik And Chirag Lost To World No. 1 Sukamuljo And Gideon In Quarters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X