For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুটিং বিশ্বকাপের একই দিনে দুই সোনা ভারতের, একই ইভেন্ট থেকে এল তিন পদক

শুটিং বিশ্বকাপে ভারতের অষ্টম সোনা, এবার কামাল ঐশ্বরী তোমরের

  • |
Google Oneindia Bengali News

শুটিং বিশ্বকাপের ষষ্ঠ দিনেও ভারতের জয়যাত্রা অব্যাহত। প্রতিযোগিতায় দেশের হয়ে অষ্টম সোনাটি হাসিল করলেন শুটার ঐশ্বরী প্রতাপ সিং তোমর। অন্যদিকে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্ট থেকে সোনা, রূপো এবং ব্রোঞ্জ জিতল ভারতীয় দল। সব মিলিয়ে ৯টি সোনা ঝুলিতে নিয়ে চলতি বিশ্বকাপের পদক তালিকায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন মনু ভাকের, সৌরভ চৌধুরীরা। এর প্রভাব টোকিও অলিম্পিকে পড়ে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রীড়া মহল।

শুটিং বিশ্বকাপের একই দিনে দুই সোনা ভারতের, একই ইভেন্ট থেকে এল তিন পদক

বুধবার চলতি বিশ্বকাপের ৫০ মিটার রাইফেলের থার্ড পজিশনের ফাইনাল খেলতে নেমেছিলেন ভারতের ঐশ্বরী প্রতাপ সিং তোমর। দিল্লির ডক্টর কর্নি সিং শুটিং রেঞ্জে হওয়া ওই প্রতিযোগিতায় ৪৬২.৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করেন ভারতীয় শুটার। ইভেন্ট থেকে রূপো জেতেন হাঙ্গেরির ইস্তভান পেনি। ব্রোঞ্জ জয় করা ডেনমার্কের স্টেফেন ওলসেন ৪৫০.৯ পয়েন্টে প্রতিযোগিতা শেষ করেন। অন্যদিকে মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রথম স্থানে শেষ করেন ভারতের চিঙ্কি যাদব। ইভেন্টের দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ভারতের রানি স্বর্ণবত ও মনু ভাকের।

মঙ্গলবার দিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপের পঞ্চম দিনে স্কিট মিক্সডের দলগত বিভাগে ভারতের হয়ে সোনা জেতে গনেমত শেখোঁ এবং অঙ্গদ বীর সিং বাজওয়া জুটি। এর আগে এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট থেকে সোনা জিতল মানু ভাকের ও সৌরভ চৌধুরী জুটি। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতল ভারতের যশস্বিনী দেসওয়াল ও অভিষেক ভার্মার জুটি। অন্যদিকে আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের যশস্বিনী দেসওয়াল। রূপো জিতেছেন ভারতেরই মানু ভাকের। দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে ইভেন্টের আট প্রতিযোগীর ফাইনালে ২৩৮.৮ শট নিয়ে শীর্ষ স্থান দখল করেন যশস্বিনী। দ্বিতীয় স্থানে থাকা মনু ভাকেরের ঝুলিতে থাকে ২৩৬.৭ শট। ২১৫.৯ শটের অধিকারি বেলারুশের ভিক্টোরিয়া চাইকা ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন।

শুটিং বিশ্বকাপের একই দিনে দুই সোনা ভারতের, একই ইভেন্ট থেকে এল তিন পদক

করোনা ভাইরাসের আবহে নয়াদিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম পদক এনে দেন দিব্যাংশ পানওয়ার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন জয়পুরের শুটার। রবিবার ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জেতে ভারত। ভারতের এই দলে ছিলেন দীপক কুমার, পঙ্কজ কুমার ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের দলগত ইভেন্টে রূপো জেতেন ভারতীয় মহিলারা। ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল দিব্যাংশ সিং পানওয়ার এবং এলাভেনিল ভালারিভান জুটি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট থেকেও সোনা জেতে ভারতীয় দল।

বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের কিছু দৃশ্যবিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের কিছু দৃশ্য

English summary
Aishwary Pratap Singh wins gold in ISSF shooting world Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X