For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান গেমসে ভারতের ইতিহাস, আবির্ভাব বর্ষেই সেপাকট্যাকরো ব্রোঞ্জ জয়

সোমবার প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিতে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন ভিনেশ ফোগট। আর মঙ্গলবার আরও এক ইতিহাস গড়ল ভারতীয় সেপাকট্যাকরো পুরুষ দল।

Google Oneindia Bengali News

সোমবার প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিতে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন ভিনেশ ফোগট। আর মঙ্গলবার আরও এক ইতিহাস গড়ল ভারতীয় সেপাকট্যাকরো পুরুষ দল। পুরুষদের টিম রেগু-র এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিল তারা। সেমিফাইনালের এই ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ও শক্তিশালী থাইল্যান্ড দলের কাছে হারলেও ভারতের ব্রোঞ্জ জয় আটকায়নি। এই পদক পাওয়ার সুবাদে এশিয়ান গেমসে ভারতের মেডেল সংখ্যা এই মুহূর্তে ৯-এ পৌঁছে গিয়েছে।

এশিয়ান গেমসে ভারতের পদক জয় অব্যাহত

সোমবারই ভারত সেপেকট্যাকরো-র মেন টিম রেগু-তে ইরানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। খেলার ফল ছিল ২১-১৬, ১৯-২১ ও ২১-১৭। তবে ইন্দোনেশিয়ার কাছে হেরে পিছিয়ে পড়েছিল ভারত। তবে এতে শেষ চারে গিয়ে ব্রোঞ্জ জেতার সুযোগের ম্যাচে খেলাটা আটকায়নি ভারতের। এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড।

সেমিফাইনালে উঠে যথেষ্টই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দলের সদস্য নিকেন সিং। তিনি জানিয়েছেন, 'অষ্টাদশতম এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করে আমি খুবই গর্বিত। আমার ভালো লাগছে যে আমি এই দলের সদস্য। আমার দেশ ও সেপাকট্যাকরো ফেডারেশনকে গর্বিত করতে পেরে আমি খুবই খুশি। তারা আমাদের যেভাবে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন এবং সমর্থন দিয়েছে তা সত্যি অসামান্য।'

সেপাকট্যাকরো হল অনেকটা ভলিবলের মতো খেলা। এখানে হাত নয় পা ও মাথা দিয়ে বলকে হিট করতে হয়। হাঁটুও দিয়ে বল আঘাত করা যেতে পারে। তবে কোনওভাবেই বলে হাত লাগানো যাবে না। এবার মূলত ৬টি দল অংশ নিয়েছিল সেপাকট্যাকরো-তে। গ্রুপ এ-তে ছিল মালয়েশিয়া, থাাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া। গ্রুপ বি-তে ছিল ইন্দোনেশিয়া, ভারত ও ইরান।

English summary
India creates history in Men's Team Regu event. First time India has participated in this event and in debut India's men team win the medal for the country. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X