For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানার মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এক মহিলা কোচের, দেশ ছাড়ার জন্য ১ কোটি টাকার প্রলোভনও দেওয়া হয়

হরিয়ানার মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এক মহিলা কোচের, দেশ ছাড়ার জন্য ১ কোটি টাকার প্রলোভনও দেওয়া হয়

Google Oneindia Bengali News

হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেন এক জুনয়ির দলের মহিলা কোচ। মঙ্গলবার সেক্টর ২৬ থানায় ডিএসপি (ইস্ট) পলক গোয়েল-এর অফিসে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর সামনে উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করলেন ওই কোচ। এই দিনই নিজের মুঠোফোনও সিটের হাতে তুলে দিয়েছেন অভিযোগকারিনী। সেখানে মন্ত্রী সন্দীপ সিং-এর সঙ্গে ওই মহিলার শেয়ার করা ডেটা রিট্রাইভ করার জন্য ওই ফোন তিনি দিয়েছেন।

হরিয়ানার মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এক মহিলা কোচের, দেশ ছাড়ার জন্য ১ কোটি টাকা প্রলোভনও দেওয়া হয়

মঙ্গলবার ওই মহিলার বক্তব্য রেকর্ড করে সিট, প্রায় আট ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলে। মিডিয়ার সামনে দেওয়া বক্তব্যে ওই মহিলা জানিয়েছেন, তাঁকে ১ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছিল এবং দেশ ছেড়ে দিতে বলা হয়, এবং বলা হয় ওই বিষয়টা ভুলে যাওয়ার জন্য।

দুই অ্যাডভোকেটকে সঙ্গে নিয়ে ওই মহিলা সকাল ১১:১৫ নাগাদ ডিএসপি (ইস্ট) পলক গোয়েলের অফিসে আসেন এবং সন্ধ্যা ৭:৫০ মিনিটে তিনি থানা ছাড়েন। পরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, "তদন্তের শুরু থেকে আমি পুলিশের সঙ্গে সহযোগীতা করে চলেছি। এখনও পর্যন্ত আমি সন্তুষ্ট চণ্ডিগড় পুলিশ যেভাবে তদন্ত প্রক্রিয়া চলাচ্ছে। আমি সিটের সামনে নিজের বয়ান রেকর্ড করিয়েছি এবং আমার ফোন তাদের কাছে দিয়ে এসেছি। যত দিন না পর্যন্ত আমি বিচার পাচ্ছি আমি লড়াই চালিয়ে যাব। ওই মন্ত্রী (সন্দীপ সিং) এখনও সরকারে রয়েছেন। কিছু অপরিচিত লোক আমায় এক কোটি টাকা অফার করে এবং বলে ওই ঘটনা ভুলে যেতে এবং বিদেশে গিয়ে এক মাস কাটিয়ে আসতে।"

ওই মহিলার অ্যাডভোকেট দীপাংশু বনসাল বলেন, "লোকাল ম্যাজিস্ট্রেটের সামনে বুধবার আমাদের বক্তব্য সিআরপিসি-র ১৬৪ ধারায় রেকর্ড করাব। সিআরপিসি-র ১৬০ ধারায় সিট আমাদের নোটিস দিয়েছিল এবং আজ বয়ান রেকর্ড করানোর জন্য আসি। এই নিয়ে চতুর্থ বার পুলিশের সঙ্গে দেখা করলাম আমর। অভিযুক্ত সন্দীপ সিং এখনও এক বারও পুলিশের সামনে উপস্থিত হয়নি।"

English summary
A Women Junior Coach accused Haryana Minister Sandeep Singh for Sexual Harassment and lodge a case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X