For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিকে জোড়া পদক জয়ী এবং খুনের দায়ে অভিযুক্ত সুশীল কুমরারে বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত

অলিম্পিকে জোড়া পদক জয়ী এবং খুনের দায়ে অভিযুক্ত সুশীল কুমরারে বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত

Google Oneindia Bengali News

কুস্তিগীর সাগর ধনকড়ের খুনের মামলায় অলিম্পিকে জোড়া পদক জয়ী সুশীল কুমার এবং আরও ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির এক আদালত। এই ঘটনার সঙ্গে যুক্ত দুই জন অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁদের নামও রয়েছে সেই চার্জে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী খুন, খুনের চেষ্টা, অবৈধ জমায়েত, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক বিষয়ে এই চার্জ গঠন করা হয়ে।

অলিম্পিকে জোড়া পদক জয়ী এবং খুনের দায়ে অভিযুক্ত সুশীল কুমরারে বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির ন্যায়ালয়

প্রাক্তন আন্তর্জাতিক কুস্তিগীর সাগর রানাকে খুন করার চেষ্টায় অভিযুক্ত সুশীল কুমার। প্রায় দেড় বছর আগে (৪ মে ২০২১) মাঝরাত্রে দিল্লির ছত্রসল স্টেডিয়ামের মধ্যে সাগর এবং তাঁর বন্ধুবান্ধবের উপর সুশীল এবং আরও কিছু কুস্তিগীরের হামলা চালানোর কথা সামনে আসে। অতর্কিত হামলায় গুরুতর আহত হন তরুণ কুস্তিগীর সাগর। এতটাই জখম হয়েছিলেন যে তাঁর বাঁচার আশা ছিল না। শেষ পর্যন্ত তিনি প্রয়াত হন। ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায় ভোঁতা অস্ত্রের আঘাতে বিপুল পরিমানে রক্তক্ষরণ এবং তার ফলেই প্রয়াত হন সাগর।

এই ঘটনার ১৯ দিন পর পুলিশ গ্রেফতার করে সুশীল কুমারকে। ২০২১ সালের ২৩ মে গ্রেফতার হন অলিম্পিকে জোড়া পদক জয়ী এই কুস্তিগীর। গত বছর জুন মাসের ২ তারিখ থেকে সুশীল কুমার রয়েছেন বিচারবিভাগীয় হেফাজতে। এই মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য কম চেষ্টা সুশীল এবং তাঁর আইনজীবী করেননি। আদালতের কাছে সুশীলের জামিনের আবেদন জানিয়ে তাঁর আইনজীবী বলেছিলেন ভারতের তারকা কুস্তিগীরের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে পুলিশের তরফ থেকে। কিন্তু সেই আবেদন পত্রপাট নাকোজ করে দেয় ন্যায়ালয়। উল্লেখ্য, কোর্টের তরফে বলা হয়েছে এই ঘটনার সময়ে ওই স্থানে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে স্পষ্ট ভাবে বোঝা গিয়েছে সুশীল কুমারকে।

ভারতীয় ক্রীড়াক্ষেত্রের উজ্জ্বল মুখ ছিলেন সুশীল কুমার। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন তিনি এবং ২০১২ লন্ডন অলিম্পিকে তিনি জেতেন রূপো। ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। ২০১০, ২০১৪ এবং ২০১৮ কমনওয়েলথ গেমসকে সুশীল কুমার সোনা এনে দেন। এশিয়ান গেমসে সোনা, রূপো এবং ব্রোঞ্জ জিতেছেন সুশীল। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে পাঁচ বার অংশ নিয়ে পাঁচ বারই সোনা জিতেছিলেন তিনি।

English summary
A Delhi Court frame charges against Sushil Kumar and other 17 Accused in Sagar Dhankar murder case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X