For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ বছর পর বক্সিং রিংয়ে ফিরেই পদক জিতলেন তিন সন্তানের মা, কেরলে শোরগোল

১২ বছর পর বক্সিং রিংয়ে ফিরেই পদক জিতলেন তিন সন্তানের মা, কেরলে শোরগোল

  • |
Google Oneindia Bengali News

এ কাহিনি কোনও বলিউড সিনেমার পাণ্ডুলিপির থেকে কম রোমাঞ্চকর নয়! এক দশকেরও বেশি সময় পর বক্সিং রিংয়ে ফিরে শোরগোল ফেলে দিলেন তিন সন্তানের মা।

কেরলের লাজবন্তীর থামারাসেরি আজ গোটা দেশের কাছে দৃষ্টান্ত। যিনি বক্সিং রিং ছেড়েছিলেন ১২ বছর আগে। ইতিমধ্যে একে একে তিন সন্তানের মা হয়ে সুখী গৃহকোণ শুরু। তবু কোথাও যেন বুকের মধ্যে বিঁধছিল এই পরিস্থিতি। থামারাসেরির মনে হচ্ছিল যেন রিং থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। আর এখান থেকেই নতুন করে স্বপ্ন দেখা শুরু কেরল বক্সারের।

১২ বছর পর বক্সিং রিংয়ে ফিরেই পদক জিতলেন তিন সন্তানের মা, কেরলে শোরগোল

একদিন সাহস করে স্বামী অরুণকে নিজের মনের কথা বলেই ফেলেছিলেন থামারাসেরি। জানিয়েছিলেন যে তিনি ফের বক্সিং রিংয়ে নামতে চান। তাতে হকচকিয়ে গিয়েছিলেন অরুণ। তাঁর মন কিছুতেই সায় দিচ্ছিল না। তবু স্ত্রীর ইচ্ছাকে অবদমিত করারও পক্ষপাতি ছিলেন না অরুণ। নিজের সিদ্ধান্ত জানাতে তিনি থামারাসেরির কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন।

যতটা সময় চেয়েছিলেন, তার আগেই নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন অরুণ। ৩০ বছরের স্ত্রীকে ফের বক্সিং রিংয়ে নামার অনুমতি দিয়েই দিয়েছিলেন ওই যুবক। এরপরেই থামারাসেরির জীবনে শুরু হয়ে যায় এক নতুন অধ্যায়। পুরনো কোচের অধীনেই তাঁর প্রস্ততি চলতে থাকে। সবকিছু ঠিকঠাক মনে হতেই রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপে নেমে পড়েন থামারাসেরি।

১৩ মার্চ থিরুবনন্তপুরমে হওয়া ওই প্রতিযোগিতায় ফাইনাল উঠেও তাঁর সোনা হাতছাড়া হয়। ১২ বছর পর রিংয়ে ফিরে তিন সন্তানের মায়ের রূপো জয়কে ছোট করে দেখছে না দেশ। পাঁচ মাসের মেয়েকে কোলে নিয়ে স্ত্রীর লড়াই দেখতে এসেছিলেন থামারাসেরির স্বামী অরুণ। যিনি স্ত্রীর সাফল্যে গর্বিত। ২০০৮ সালে জুনিয়র লেভেল জাতীয় চ্যাম্পিয়নশিপে রূপো জেতা থামারাসেরি নিজেকে নতুন ভাবে খুঁজে পেয়েছেন।

English summary
3 children's mother of Kerala wins silver medal in State Boxing Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X