For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকের বাকি আর ৮ মাস,দেখে নিন এখনও পর্যন্ত কতজন ভারতীয় অ্যাথলিট যোগ্যতা অর্জন করেছেন

টোকিও অলিম্পকের বাকি আর মাত্র ৮ মাস। ২০২০ সালে ২৪ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট। মেগা টুর্নামেন্টের আসর শুরুর ৮ মাস আগে একঝলকে জেনে নিন এখনও পর্যন্ত কারা যোগ্যতা পেয়েছেন

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পকের বাকি আর মাত্র ৮ মাস। ২০২০ সালে ২৪ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট। মেগা টুর্নামেন্টের আসর শুরুর ৮ মাস আগে একঝলকে জেনে নিন এখনও পর্যন্ত ভারত থেকে কারা যোগ্যতা অর্জন করেছেন।

টোকিও অলিম্পিকের বাকি আর মাত্র ৮ মাস, দেখে নিন এখনও পর্যন্ত কতজন অ্যাথলিট যোগ্যতা অর্জন করেছেন

১) ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারত থেকে ১১৭ জন প্রতিযোগীকে পাঠানো হয়েছিল।
২) এই মুহূর্তে পরবর্তী টোকিও অলিম্পিকের জন্য় ভারত থেকে বিভিন্ন বিভাগ মিলিয়ে ৬০ জন প্রতিযোগী যোগ্যতা অর্জন করেছেন।

৩) কুস্তি- ভারত থেকে মেয়েদের কুস্তিতে টোকিও অলিম্পিকের জন্য ভারত থেকে প্রথম যোগ্যতা অর্জন করেন ভিনেশ ফোগাত।

৪) ভিনেশের পর ছেলেদের কুস্তিতে টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন বজরং পুনিয়া। দুই খেলোয়াড়ই বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসর থেকে এই যোগ্যতা অর্জন করেন।

৫) পরবর্তী সময়ে ছেলেদের মধ্যে রবি কুমার দাহিয়া অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন।
৬) কুস্তিতে শেষ অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন দীপক পুনিয়া।

৭) তিরন্দাজিতে অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব অলিম্পিকে খেলার ছাড়পত্র পয়েছেন।

৮) অ্যাথলেটিক্স- জাতীয় রেকর্ডের মালিক কলোথুয়াম টোডি ইরফান ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে টোকিও অলিম্পিকের যোগ্যতা পান।

৯) বিশ্ব অ্যাথলেটিক্স টুর্নামেন্টের আসর থেকে ৪X৪০০ মিক্স রিলে বিভাগে মহম্মদ আনাস, ভিসমায়া, কৃষ্ণা ম্যাথিউ ও নোহা নির্মল ২০২০ এর যোগ্যতা অর্জন করেছেন।

১০) অন্যদিকে ৩০০০ মিটার স্টেপেলচেজে অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়েছেন অবিনাশ সাবলে।

১১) হকি- ভারতের পুরুষ ও মহিলা হকি দল ইতিমধ্য়েই অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়েছে।

১৩) শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে অঞ্জুম মৌদগিল, অপূর্বী চান্দেলা অলিম্পিকের জন্য যোগ্যতা পেয়েছেন।

১৪) ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সৌরভ চৌধুরি অলিম্পিক খেলার ছাড়পত্র পেয়েছেন।

সব বিভাগ মিলিয়ে ভারত থেকে এখনও পর্যন্ত ৬০ খেলোয়াড় অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছেন।

English summary
2020 Tokyo Olympics: Indian athletes qualified so far for Tokyo Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X