For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনর্ব্যবহার যোগ্য ধাতু দিয়ে তৈরি অলিম্পিকের মেডেল, ৬২ লক্ষ ইলেকট্রনিক ডিভাইস দিলেন জাপানিরা

পুনর্ব্যবহার যোগ্য ধাতু দিয়ে তৈরি অলিম্পিকের মেডেল। ৬২ লক্ষ ইলেকট্রনিক ডিভাইস দিলেন জাপানিরা।

  • |
Google Oneindia Bengali News

এক বছর আগে ২০২০ টোকিও অলিম্পিকের মেডেল প্রকাশ্যে আনল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি। একই সঙ্গে 'দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ'-র উদ্বোধনী অনুষ্ঠানের সামগ্রিক রূপরেখাও স্পষ্ট করে তারা। জানায়, ২৪ জুলাই জাপানের রাজধানী শহরে অলিম্পিকের উদ্বোধনে উপস্থিত থাকবেন আইওসি-র প্রেসিডেন্ট থমাস বাচ। থাকবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

পুনর্ব্যবহার যোগ্য ধাতু দিয়ে তৈরি অলিম্পিকের মেডেল, ৬২ লক্ষ ইলেকট্রনিক ডিভাইস দিলেন জাপানিরা

টেকোনোলজির স্বর্গরাষ্ট্র হিসেবে পরিচিত জাপানের রাজধানী টোকিও-তে আয়োজিত হতে চলা অলিম্পিকে যে অন্য কিছু হবে, তা আশা করেছিল বিশ্ব। কিন্তু তা যে এতটা ক্রিয়েটিভ হবে, তা হয়তো কেউ আঁচ করেননি। জানা গেছে, বিভিন্ন ইভেন্টে জয়ী প্রতিযোগীদের গলায় যে মেডেল পরানো হবে, তাতেই থাকছে স্বতন্ত্রতা।

৮৫ মিলিমিটার ডায়ামিটার সম্পন্ন মেডেলগুলি পুনর্ব্যবহার যোগ্য ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। মেডেল তৈরির জন্য জাপানিরা ৬২ লক্ষ ইলেকট্রনিক ডিভাইস জোগাড় করে দিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসির তরফে জানানো হয়েছে। শিল্পী জুনিছি কাওয়ানিসির তৈরি মেডেলের একদিকে গ্রীকদের জয়ের দেবতা নাইকের প্রতিকৃতি এবং অন্যদিকে অলিম্পিকের প্রতীক খোদাই করা হয়েছে।

<iframe width="1062" height="597" src="https://www.youtube.com/embed/QJG6duYxpMY" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

এর আগে ১৯৬৪ সালে টোকিও-তে বসেছিল অলিম্পিকের আসর। সেবারের মতো এবারের প্রতিযোগিতার ইম্প্যাক্টও একই রকম থাকবে বলে আশাবাদী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উদ্যোক্তরা জানিয়েছেন, ইতিমধ্যেই টোকিও অলিম্পিক দেখার জন্য ৩২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রায় দুই লক্ষ মানুষ ইভেন্টে স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আবেদন করেছেন বলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসির তরফে জানানো হয়েছে।

English summary
2020 Olyimpics medals made of recycled metals from electronic devices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X