For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্ন অভিযানের পরে এখনও খোঁজ নেই সিপিএম কর্মীর, হেবিয়াস কর্পাস পিটিশনের সিদ্ধান্ত

নবান্ন অভিযানের পরে এখনও খোঁজ নেই সিপিএম কর্মীর, হেবিয়াস কর্পাস পিটিশনের সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

১১ ফেব্রুয়ারি নবান্ন (nabanna) অভিযানে গিয়ে এখনও পর্যন্ত বাড়ি ফেরেননি পাঁশকুড়ার সিপিএম (cpim) কর্মী দীপক পাঁজা। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির খোঁজে সেদিনই নিউমার্কেট থানায় নিখোঁজের ডায়েরি করে অভিযানে তাঁর সঙ্গী এবং পরিবারের সদস্যরা। তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

পাঁশকুড়ার প্রৌঢ় এসেছিলেন কলকাতায়

পাঁশকুড়ার প্রৌঢ় এসেছিলেন কলকাতায়

রাজ্যের যুবকদের কর্মসংস্থান, শিল্পস্থাপন-সহ আরও বেশ কয়েকটি দাবিতে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম-ছাত্রযুবদের ১০ টি সংগঠন। যাতে সমর্থন করেছিল কংগ্রেসও। সেই কর্মসূচিতে যোগ দিতেই পাঁশকুড়ার খণ্ডখোলা এলাকার বাহারপোতা গ্রাম থেকে কলকাতায় এসেছিলেন দীপক পাঁজা।

 লাঠিচার্জের পর থেকে নিখোঁজ

লাঠিচার্জের পর থেকে নিখোঁজ

জানা গিয়েছে, স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্য প্রবীর পাইকের নেতৃত্বে ছয়জনের দলের অন্যতম ছিলেন প্রৌঢ় দীপক পাঁজা। ভোগপুর স্টেশ থেকে তাঁরা হাওড়া এসেছিলেন। সঙ্গীরা জানিয়েছেন, ডোরিনা ক্রসিং-এর কাছে পুলিশ লাঠিচার্জ শুরু করলে দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সবাই মোবাইলে যোগাযএাগ করে একসঙ্গে হলেও দীপক পাঁজার কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর কাছে যেমন মোবাইল ছিল না, তেমনেই কোনও টাকা পয়সাও ছিল না। সেদিনই একাধিক হাসপাতাল ও থানায় গিয়ে খোঁজ করলেও দীপক পাঁজার কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট থানায় থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। নিউমার্কেট থানা থেকে পাঁশকুড়া থানার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের তরফে জানানো হয়েছে, দীপক পাঁজা অন্ধের মতো ভালোবাসেন সিপিএমকে।

বিড়ি শ্রমিক আগে আহত হয়েছিলেন

বিড়ি শ্রমিক আগে আহত হয়েছিলেন

দীপক পাঁজা ও তাঁর স্ত্রী সরস্বতী পাঁজা বিড়ি শ্রমিক এবং তাঁরা নিঃসন্তান। স্থানীয় সিপিএম নেতৃত্ব জানিয়েছে ২০১৮ সালেও বামেদের ডাকা নবান্ন অভিযানে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। তারপরে বেশ কিছুদিন হাসপাতালে কেটেছিল তাঁর।

 দুশ্চিন্তায় স্ত্রী

দুশ্চিন্তায় স্ত্রী

নবান্ন অভিযানে গিয়ে এদিন সকালে মৃত্যু হয়েছে বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্দের। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবারের পর থেকে দীপক পাঁজারর কোনও খোঁজ না পাওয়ায় চিন্তায় পড়েছেন স্ত্রী সরস্বতী পাঁজা। স্বামীর খোঁজে তিনি ইতিমধ্যেও কলকাতায় ঘুরে এসেছেন। বলেছেন, বাকিরা ফিরে এলেন স্বামী না ফিরে আসায় চিন্তা হচ্ছে।
অন্যদিকে দীপক আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হওয়ায় আদালতে হেবিয়াস কর্পাস পিটিশনের সিদ্ধান্ত নিয়েছে বামেদের আইনজীবী সেল। বিষয়টি নিয়ে মঙ্গলবার জেলা জুড়ে বিক্ষোভে সামিল হতে পারেন বাম কর্মী-সমর্থকরা।

ঠান্ডাতেও উষ্ণ হচ্ছে পাহাড়ের রাজনীতি, ছেলে অবিনাশকে সামনে রেখে মাটি শক্ত করতে চান 'ফেরার' বিমলঠান্ডাতেও উষ্ণ হচ্ছে পাহাড়ের রাজনীতি, ছেলে অবিনাশকে সামনে রেখে মাটি শক্ত করতে চান 'ফেরার' বিমল

English summary
West bengal election 2021: CPIM worker Dipak Panja is missing after Nabanna Abhijan on 11th February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X