For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএমে ভোট দিলেই তা পড়ছে বিজেপিতে! ভোটারদের অভিযোগ ঘিরে সরগরম মাজনা

সকাল থেকে চলছে বাংলায় প্রথম দফার ভোট পর্ব। এখনও পর্যন্ত তেমনটা বড় অশান্তির খবর নেই। তবে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর আসছে।

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকে চলছে বাংলায় প্রথম দফার ভোট পর্ব। এখনও পর্যন্ত তেমনটা বড় অশান্তির খবর নেই। তবে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর আসছে।

তবে গুরুত্বপূর্ণ মেদিনীপুরের বিভিন্ন অংশ থেকে ইভিএমে কারচুপির অভিযোগ। আর সেই অভিযোগে উত্তাল মেজিয়া সহ বেশ কয়েকটি জায়গা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। প্রায় কয়েক ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ ওই সমস্ত এলাকার ভোট গ্রহণ পর্ব। ঘটনাস্থলে কমিশনের আধিকারিকরা।

ভোট দিলেই ভোট পড়ছে বিজেপিতে!

ভোট দিলেই ভোট পড়ছে বিজেপিতে!

দক্ষিণ কাঁথির মাজনায় ভোটারদের অভিযোগ, সকাল থেকে যে বোতামই নাকি টিপছেন তা পড়ছে বিজেপিতে নাকি। আর এই ঘটনাকে উত্তাল এলাকা। মাজনার বিভিন্ন বুথে এই অভিযোগ। ভোটদাতাদের একাংশের অভিযোগ, ইভিএমে ভোট দিলেই তা বিজেপিতে পড়ছে। ভোটকেন্দ্রের দরজা বন্ধ রাখা হয়েছে। ভোটকেন্দ্রে জড়ো হয়েছেন প্রচুর মানুষ। ইভিএমে কারচুপির ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান আপাতত বন্ধ। ইভিএম বদলের দাবিতে চলছে ভোটারদের বিক্ষোভ।

কি বলছেন প্রিসাইডিং অফিসার

কি বলছেন প্রিসাইডিং অফিসার

প্রিসাইডিং অফিসার অবশ্য এই অভিযোগ সঠিক নয় বলেই জানিয়েছেন। ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। সেখানে স্পষ্ট যে যেখানে ভোট দিয়েছেন। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে। ভোট কেন্দ্রের ভেতরেই রয়েছেন ভোটকর্মী ও রাজনৈতিক দলগুলির এজেন্টরা। ইতিমধ্যে কমিশনের আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে। কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।

একাধিক জায়গা থেকে অভিযোগ

একাধিক জায়গা থেকে অভিযোগ

বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মূলত তাদের অভিযোগ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নিয়ে। দুই জেলায় কেন্দ্রীয় বাহিনীর থেকে বিজেপি সুবিধা নিচ্ছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। সাংসদদের অভিযোগের তালিকায় আর বিভিন্ন বিষয় রয়েছে বলে জানা গিয়েছে।

পটাশপুরে হামলার ঘটনায় জড়িত বিজেপি

পটাশপুরে হামলার ঘটনায় জড়িত বিজেপি

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, শুক্রবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আড়গোয়ালে যে সংঘর্ষ হয়েছে, সেই ঘটনায় বিজেপি জড়িত। ওই ঘটনায় পটাশপুরের আইসি দীপককুমার চক্রবর্তী এবং কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আহত হয়েছে। আইসিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে কলকাতায় পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে হামলায় চালিয়েছে তৃণমূল। যা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে গেরুয়া শিবির। অন্যদিকে পাল্টা অভিযোগ করে তৃণমূল দাবি করেছে হামলা করেছে বিজেপি। এই ঘটনাটিও এদিন তৃণমূলের সাংসদরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরতে পারেন

ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক

ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক

নন্দীগ্রাম-১-এৎ বিডিও অফিসে বসে পর্যবেক্ষকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অভিযোগ এই বৈঠকের সময় বিডিওকে তাঁর অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। যদিও পর্যবেক্ষকের জন্য সেখানে আলাদ একটি ঘর বরাদ্দ করা হয়েছিল। একাধিক পুলিশ কর্তাকে নিয়ে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পর্যবেক্ষকের বৈঠক নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য জানিয়েছেন, স্থানীয় পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন পর্যবেক্ষকের কাছে।

English summary
ahead of west bengal assembly election 2021 voters complained of not able to give vote properly in evm at kanthi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X