শুভেন্দুর 'হুঁশিয়ারি' ফুৎকারে ওড়াল তৃণমূল! ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই মমতার নামে দেওয়ার লিখন শুরু
সোমবার দুপুরে নন্দীগ্রামের (nandigram) সভা থেকে নন্দীগ্রাম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেই ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দেওয়াল লিখনও শুরু হয়ে গেল নন্দীগ্রামে। প্রথম দেওয়ালটি লেখা হয় কেন্দেমারি অঞ্চলে।
তৃণমূলকে সাফ করতে শুভেন্দু খুঁজে নিলেন 'যমজ' ভাইকে! খেজুরি থেকে মমতাকে হুঁশিয়ারি

নন্দীগ্রামের সভা থেকে মমতার ঘোষণা
সোমবার ২০১৫ সালের ২১-এ ডিসেম্বরের পরে প্রথমবারের জন্য সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য ২০১৫ সালের ২১-এ ডিসেম্বরে করা সভায় মমতার বন্দ্যোপাধ্যায় ২০২৬-র নির্বাচনের জন্য নন্দীগ্রাম আসন থেকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছিলেন। আর ২০২১-এর ১৮ জানুয়ারি সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই নিজের নাম নিজেই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তৃণমূল সুপ্রিমো বলেন, তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বলবেন, তাঁর নামটা যেন নন্দীগ্রামের প্রার্থীর তালিকায় রাখা হয়। পরেই তিনি প্রশ্ন করেন, নন্দীগ্রাম থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে কেমন হয়। এই সভা থেকে পরে তিনি নিজেই ঘোষণা করেন নন্দীগ্রাম থেকে লড়াই করার কথা। বলেন, নন্দীগ্রামকে তিনি ভালোবাসেন, তাই নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না। নন্দীগ্রামকে তাঁর লাকি জায়গা বলেও উল্লেখ করেন।

তৃণমূল নেত্রীকে নিশানা শুভেন্দুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই শুভেন্দু অধিকারী তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তৃণমূল একটা কোম্পানি। তার মালিক ঘোষণা করতেই পারেন। কিন্তু বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। ওইভাবে তারা কিছু করবেন না। তবে ৫০ হাজারের বেশি ভোটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হবে, তা দাবি করেন শুভেন্দু। বলেন, নন্দীগ্রামের সব হিসেব রয়েছে তাঁর কাছে। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, কার ভরসায় নন্দীগ্রাম থেকে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে তিনি বলেছেন, দুই জায়গা থেকে নয়, এক জায়গা থেকে নির্বাচনে লড়াই করুন আর প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড তৈরি করে রাখুন তিনি।

কটাক্ষ মুকুল রায়েরও
মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন, নন্দীগ্রাম থেকে সব থেকে বেশি লাভ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোথা থেকে প্রার্থী হচ্ছেন তা নিয়ে বিজেপি ভাবিত নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। বিজেপির যে কোনও প্রার্থীই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত বলে জানিয়েছিলেন মুকুল রায়। হারার ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দুটি আসন থেকে প্রার্থী হতে চাইছেন, বলে কটাক্ষঙ করেছিলেন তিনি।

নির্বাচন ঘোষণার আগেই শুরু দেওয়াল লিখন
নির্বাচন কমিশন সূত্রে খবর ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে তার অনেক আগেই প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী আর কেই নন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম জুড়েই এই দেওয়াল লিখন শুরু হয়েছে। তবে প্রথম তা ক্যামেরায় ধরা পড়েছে কেন্দেমারিতে।
