For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ, মাইকিং করে প্রচার

দিঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ, মাইকিং করে প্রচার

  • |
Google Oneindia Bengali News

সাইক্লোন অশনির সতর্কতা জারি হয়েছে দিঘা জুড়ে৷ পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারী হয়েছে৷ পর্যটকদের সমুদ্রে নামা থেকে বিরত করতে মাইকিং করছে দিঘা প্রশাসন! সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে! একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতও চলছে৷

মঙ্গলবার ওড়িশার দিকে ঘুরবে অশনি!

মঙ্গলবার ওড়িশার দিকে ঘুরবে অশনি!

তবে আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবারে ওড়িশার দিকে মুখ ফেরাবে অশনি! সোমবার ১০টার সময় পুরী থেকে ৬৮০ কিমি দূরে রয়েছে অশনি৷ বিশাখাপত্তনম থেকে দূরত্ব ৫৫০ কিমি৷ আবহাওয়া বিভাগ জানাচ্ছে আপাতত ঝড়ের অভিমুখ উত্তর-পূর্বমুখী রয়েছে যার কারণে ঝোড় হাওয়া চলতে পারে দিঘাতেও, তাই দিঘা সমুদ্রে সতর্কতা জারি হয়েছে!

বৃষ্টি হলেও ঝড়ের প্রভাব পড়বে না দিঘায়!

বৃষ্টি হলেও ঝড়ের প্রভাব পড়বে না দিঘায়!

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল আমফান বা ইয়াশের মতো বঙ্গে তান্ডব করবে না অশনি৷ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারী হয়েছে দিঘা জুড়ে! মৎসজীবীদের সমুদ্রে যাওয়াতে সতর্কতা জারী হয়েছে! বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়াতেও সতীকত জারী হয়েছে!

পর্যটকদের ঢল দিঘায়!

পর্যটকদের ঢল দিঘায়!

অশনি সর্তকতা থাকা সত্ত্বেও দিঘাতে পর্যটকদের ভিড় দেখা গিয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করছে সমুদ্রে না নামার৷ পাশাপাশি বিপর্যয় উদ্ধারকারী দল তৈরি রয়েছে দিঘাতে৷ প্রসাশনের তরফ থেকে জানানো হয়েছে যে কোনও রকম অঘটন এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷

Recommended Video

ঘূর্ণিঝড় অশনির সতর্ক বার্তা মাঝ নদীতে মাইকিং |Oneindia bengali

English summary
Tourists are Prohibition to enter see in Digha, Caution of Cyclone Asani in Digha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X