For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোটের আগে ফের ধাক্কা নন্দকুমার মডেলে, বাম-বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে ফের ধাক্কা নন্দকুমার মডেলে, বাম-বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগে এই পূর্ব মেদিনীপুরেই সিপিএমের কাছে হারতে হয়েছে তৃণমূলকে। এবার কিন্তু জয়ী হল সেই তৃণমূলই। পঞ্চায়েত ভোটের আগে ফের সাফল্য ধরা দিল। নন্দকুমার মডেলকে ধাক্কা দিয়ে বাম-বিজেপিকে হারিয়ে জয়ী হল তৃণমূল। ভগবানপুরে হারের পর এবার এগরা ১ নম্বর ব্লকে জয়ী হল তৃণমূল।

বাম-বিজেপিকে উড়িয়ে জয়ী তৃণমূল

বাম-বিজেপিকে উড়িয়ে জয়ী তৃণমূল

বাম-বিজেপির নন্দকুমার মডেলকে ধাক্কা দিয়ে এগরার এক নম্বর ব্লকের নেগুয়া সমবয়া কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী হয় তৃণমূল। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা এখানে ১২টি আসনেই জয়ী হন। বিজেপি অবশ্য দাবি করে এই সমবায় তৃণমূলের ছিল, তারাই জয়ী হয়েছেন। আর এখানে কৃষকরা কোনও সুবিধা পান না, সুবিধা পান তৃণমূল কর্মীরা।

বাম ও বিজেপির অশুভ আঁতাত

বাম ও বিজেপির অশুভ আঁতাত

পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় সমিতি নির্বাচনতে কেন্দ্র করে এখানে উৎসাহ ছিল তুঙ্গে। বাম ও বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস জেতার পর তৃণমূল বিধায়ক তরুণ মাইতি বলেন, অশুভ আঁতাতকে ছুড়ে ফেলে দিয়েছে মানুষ। মানুষ বুঝতে পেরে গিয়েছে বাম ও বিজেপি কেবল স্বার্থের জন্য ক্ষমতা দখল করতে এই জোট করেছে।

পঞ্চায়েত নির্বাচনেও জয়ী হবে তৃণমূল!

পঞ্চায়েত নির্বাচনেও জয়ী হবে তৃণমূল!

তিনি বলেন, আমার বিশ্বাস, আসন্ন পঞ্চায়েতেও এই অশুভ আঁতাত ও অনৈতিক জোটকে মানুষ পরাস্ত করবে। এই অশুভ শক্তিকে তারা মেনে নেবে না। তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে। তাই মানুষও সর্বদা তৃণমূলের পাথে থাকবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও জয়ী হবে তৃণমূল।

বামেদের সমবায়ে জয় তাৎপর্যপূর্ণ

বামেদের সমবায়ে জয় তাৎপর্যপূর্ণ

পূর্ব মেদিনীপুর সিংহভাগ আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও সম্প্রতি তৃণমূলকে হারিয়ে বামেরা জয় পেয়েছিল ভগবানপুরের কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে। নন্দকুমারের পর লাল আবিরে রঙিন হয় শুভেন্দুর জেলা। এই ভগবানপুরে একুশের বিধানসভা ভোটে জয়ী হয় বিজেপি। তারপরও বামেদের সমবায়ে জয় তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

প্রায় সর্বত্র বাম-বিজেপি জোট হয়ে লড়ছে

প্রায় সর্বত্র বাম-বিজেপি জোট হয়ে লড়ছে

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে বাম-বিজেপি জোট করে তৃণমূলকে হারিয়ে সমবায় সমিতি দখল করেছিল। তারপর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ক্ষেত্রে বাম-বিজেপি জোটবদ্ধ হতে দেখা গিয়েছে। এমনকী সিপিএম ও বিজেপি একসঙ্গে মিছিলও করেছে একাধিক জায়গায়। সমবায় ভোট হলেই প্রায় সর্বত্র বাম-বিজেপি জোট হয়ে লড়ছে।

সমবায়ে বেশিরভাগই তৃণমূলের জয়জয়কার

সমবায়ে বেশিরভাগই তৃণমূলের জয়জয়কার

এগরাতেও জোট হয়েছিল। কিন্তু এখানে তৃণমূলের বিরুদ্ধে হালে পানি পায়নি তারা। আর ভগবানপুরে একা লড়ে তৃণমূলকে হারায় বামেরা। এই জেলায় সবথেকে বেশি চোখে লাগছে শুভেন্দু অধিকারীর পার্টি বিজেপি হালে পানি পাচ্ছে না। হাতে গোনা কয়েকটি নির্বাচনে জিতেছে তারা। তারমধ্যে নন্দীগ্রাম, কাঁথি ও রামনগরের কয়েকটি সমবায় রয়েছে। বেশিরভাগই তৃণমূলের জয়জয়কার।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তৃণমূলের বিধায়কের বাড়ি এবং ফ্যাক্টারিতে তল্লাশি আয়কর দফতরের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তৃণমূলের বিধায়কের বাড়ি এবং ফ্যাক্টারিতে তল্লাশি আয়কর দফতরের

English summary
TMC wins over Left Front and BJP alliance in Suvendu Adhikari’s districts East Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X