For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kunal on Suvendu: বিজেপিতে যোগদানের ২ বছর পূর্তি! 'গদ্দার মুক্ত দিবসে' কুণালের নিশানায় শুভেন্দু

দুবছর আগে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিনটিকে কালো দিন হিসেবেই চিহ্নিত করে এসেছে রাজ্যের শাসকদল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে এই দিনট

  • |
Google Oneindia Bengali News

দুবছর আগে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিনটিকে কালো দিন হিসেবেই চিহ্নিত করে এসেছে রাজ্যের শাসকদল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে এই দিনটি গদ্দার মুক্ত দিবস হিসেবে পালন করল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্তমান সময়ে শুভেন্দু অধিকারীর ওপরে ঝাঁঝালো আক্রমণ শানানো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কাঁথিতে 'গদ্দার মুক্ত দিবস'

কাঁথিতে 'গদ্দার মুক্ত দিবস'

রবিবার কাঁথিতে তৃণমূল গদ্দার মুক্ত দিবস পালন করে। উত্তর কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দরে তৃণমূলের তরফে সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার প্রধান বক্তা ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী ২০২০-র ১৮ ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার পরে গত বছর অর্থাৎ ২০২১-এর ১৮ ডিসেম্বর দিনটি তৃণমূল গদ্দার মুক্ত দিবস হিসেবে পালন করেছিল।

আসানসোলের ঘটনা নিয়ে ফের শুভেন্দুকে নিশানা

আসানসোলের ঘটনা নিয়ে ফের শুভেন্দুকে নিশানা

এদিন কাঁথির গদ্দার মুক্ত দিবসে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতাকেই দায়ী করেন। এদিন তিনি বলেন, আগে আসানসোলের মানুষের কাছে গিয়ে নাকখত দাও। তারপরে অন্য কথা হবে। কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, আসানসোলে তোমার জন্য, তোমাদের জন্য মানুষ মারা গিয়েছে। আর তাঁদের জন্যই তোমার সময় নেই? তিনি আরও কটাক্ষ করে বলেছেন, অমিত শাহের জুতো চাটার সময় রয়েছে, কলকাতায় বৈঠক করার সময় রয়েছে, আর আসানসোলে পদপিষ্ট হয়ে মৃতদের বাড়িতে যাওয়ার সময় নেই? প্রসঙ্গত এদিন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল আসানসোলে কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত তিনজনের বাড়ি যায়।

কাজ না করলে দলে জায়গা নেই

কাজ না করলে দলে জায়গা নেই

এদিন কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির কথাও উল্লেখ করেন। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাজ না করলে দলে জায়গা নেই। কাজ না করলে দলে হোক কিংবা প্রশাসনে, পদ থাকবে না, বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণে দলের নেতা-কর্মীদের মন দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। কুণাল ঘোষ বলেছেন, কাজ দিয়েই মানুষের মন পেতে হবে।

মাসের শুরুতে কাঁথিতে সভা করেছিলেন অভিষেক

মাসের শুরুতে কাঁথিতে সভা করেছিলেন অভিষেক

উল্লেখ করা যেতে পারে এই মাসের শুরুতে কাঁথিতে সভা করেছিলেন। ৩ ডিসেম্বরের সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেইমানমুক্ত ও গদ্দার মুক্ত কাঁথি গড়ার ডাক দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বেইমান আর গদ্দার বলতে যে শুভেন্দু অধিকারী তা আর বলার অপেক্ষা রাখে না। যেমন শুভেন্দু অধিকারীর মুখে ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই, এমনই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Narendra Modi in Tripura: ত্রিপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ! আগরতলায় গুজরাত জয়ের কথা উল্লেখ মোদীরNarendra Modi in Tripura: ত্রিপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ! আগরতলায় গুজরাত জয়ের কথা উল্লেখ মোদীর

English summary
TMC's Kunal Ghosh targets opposition leader Suvendu Adhikari from his contai meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X