তৃণমূল নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতাই
ঘাটালের প্রয়াত এক তৃণমূল নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হল স্থানীয় তৃণমূল বিধায়ককে। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পৌর এলাকায়।

জানা গিয়েছে, খড়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সোমবার রাতে তাঁর কলকাতার বাড়িতে। মঙ্গলবার উত্তমবাবুর দেহ খড়ার পৌরসভার সামনে পৌঁছলে তাঁকে শ্রদ্ধা জানাতে যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে বিশিষ্টজনেরা।
এদিন ঘাটালের তৃণমূল বিধায়ক ও খড়ার পৌরসভার বর্তমানে প্রশাসক শঙ্কর দোলই যখন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন, তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তমবাবুর অনুগামীরা।
বিক্ষোভের মুখে পড়ে শ্রদ্ধা না জানিয়েই ফুল হাতে বাড়ি ফিরে যেতে হয় বিধায়কে। কয়েকদিন আগেই উত্তমকে সরিয়ে খড়ার পৌরসভার পৌর প্রশাসক করা হয় শঙ্কর দোলইকে। আর এতেই শুরু বিরোধ। উত্তমবাবু শুভেন্দু অনুগামী হওয়ায় এই ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। তার উপরে এদিন বিধায়কের ফিরে যাওয়া দুই মিলিয়ে খড়ারে এখন চড়ছে রাজনৈতিক পারদ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণেশ্বর