For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা তমলুক আদালতে

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা তমলুক আদালতে

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

দুধের শিশুকে খাওয়াচ্ছিল মা। সেই অবস্থায় মাকে পিটিয়ে মারার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুক আদালত। দীর্ঘ বারো বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর শুক্রবার স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা আদালতের জেলা দায়রা আদালতের বিচারক পার্থসারথি সেন।

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা তমলুক আদালতে

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্ত স্বামী সেক জাকির আলীকে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। আগের দিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল তমলুক জেলা আদালত। এদিন সাজা শোনায় আদালত।

মামলার সরকারী কৌঁসুলি হিমাংশু শেখর সামন্ত জানান, ২০০৮ সালের ২ অক্টোবর রাত্রি ৮ টা নাগাদ পাঁশকুড়া পলসা লালচক গ্রামের আসমা বিবি ছোট্ট শিশুকে কোলে নিয়ে বোতলে দুধ খাওয়ার ছিলেন। কোন কারণে বোতলটি উল্টো দুধটি মাটিতে পড়ে যায়। উত্তেজিত অবস্থায় কাঠের বাটাম দিয়ে স্ত্রী আসমা বিবি মাথায় আঘাত করে স্বামী সেক জাকির আলী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আসমা বিবি।

ঘটনায় বেগতিক বুঝে বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে যায় স্বামী জাকির। ঘটনার সময় চতুর্থ শ্রেণীতে পড়া দশ বছরের শিশু সেক ইকবাল সবটাই দেখেছিল। ঘটনার তিন মাস পর মারা যায় আসমা বিবি। ঘটনার পর পাঁশকুড়া থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সেক জাকির আলীকে গ্রেফতার করে।

মুকুল-দিলীপের বাংলায় ভোট-নেতৃত্ব দিতে আসছেন 'চাণক্য’! পাখির চোখ উত্তরবঙ্গেমুকুল-দিলীপের বাংলায় ভোট-নেতৃত্ব দিতে আসছেন 'চাণক্য’! পাখির চোখ উত্তরবঙ্গে

English summary
Tamluk court convicts husband of murder of wife after 12 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X