For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিন্ডিকেটের ওপরে গেলেই ভাইপো! শিকড় থেকে উপড়ে ফেলতে তৃণমূলের ফর্মুলাকে নিশানা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর খেলা হবে মানেই আতঙ্ক। যা শুরু হয়েছে ২০২১-এর ২ মে থেকে। এদিন এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের প্রশাসকই এর উস্কানি দাতা বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি নিয়

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রীর খেলা হবে মানেই আতঙ্ক। যা শুরু হয়েছে ২০২১-এর ২ মে থেকে। এদিন এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের প্রশাসকই এর উস্কানি দাতা বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়েও পিসি-ভাইপোকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

পার্থই দুর্নীতির মূলে, টাকা তুলেছে ভাইপো

পার্থই দুর্নীতির মূলে, টাকা তুলেছে ভাইপো

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসন্ন রায় সিবিআই-এর জালে। এজেন্ট হিসেবে সে কাজ করত বলে অভিযোগ। এব্যাপারে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু অধিকারী বলেন, পার্থই হল নিয়োগ দুর্নীতির মূলে। তবে টাকা তুলেছে ভাইপো। তিনি বলেছেন ৭৫ ভাগ গিয়েছে পিসি-ভাইপোর কাছে। আর ২৫ শতাংশ নিয়েছে অপা সিন্ডিকেট।

 তৃণমূলের ফর্মুলা

তৃণমূলের ফর্মুলা

শুভেন্দু অধিকারী বলেছেন, এই টাকা দুভাবে উঠেছে। একদিকে তৃণমূলের বিধায়করা টাকা তুলে কিছুটা রেখে বাকিটা পৌঁছে দিয়েছে। তিনি বলেছেন, তৃণমূলের ফর্মুলা হল ৭৫ শতাংশ কলকাতায় পৌঁছে দিতে হয়। আর ২৫ শতাংশ কাছে রাখা যায়। সেই ফর্মুলা অনুযায়ী, কিছু নেতা, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েতের কর্মকর্তারা দিয়েছে। আর কিছু নান্টু প্রধান মারা গিয়েছে, কালিপদ পতি বেঁচে রয়েছেন। রয়েছেন বাগদার চন্দন মণ্ডলের মতো এজেন্টরা। এবাই সব জায়গায় টাকা তুলে দিয়েছে।

সিন্ডিকেটের ওপরে গেলেই ভাইপো

সিন্ডিকেটের ওপরে গেলেই ভাইপো

শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, যদি পার্থ-অপা সিন্ডিকেটের ওপরের দিকে যান, তাহলে ভাইপো পড়বে। আর নিচের দিকে নামলে প্রসন্ন রায় থেকে কালিপদ পতিরা রয়েছেন, যাঁরা এজেন্ট হিসেবে ছিলেন। বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, এসএসসিতে আবেদন না করেও চাকরি পাইয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। যা সম্ভব হয়েছে এজেন্টদের মাধ্যমে। তাই ওপরের দিকে উঠলে ভাইপো-পিসি পর্যন্ত যাওয়ার যাবে। আর নিচের দিকে নামলে এজেন্টদের দিকে যাওয়া যাবে। তদন্তকারী সংস্থা মূলোৎপাটন করবে বলেই তাঁর বিশ্বাস।

নন্দীগ্রামে হাই মাদ্রাসার নির্বাচনে উত্তেজনা

নন্দীগ্রামে হাই মাদ্রাসার নির্বাচনে উত্তেজনা

এদিন সকাল থেকে নন্দীগ্রাম- ১ ব্লকের দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। তবে পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই স্কুলের মোট ৬ আসনে সকাল থেকে ভোট গ্রহণ চলে। যার জন্য ১৮ জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিজেপির পক্ষ থেকে কোনও প্রার্থী দেওয়া হয়নি এই স্কুল পরিচালন কমিটি নির্বাচনে। এব্যাপারে জিজ্ঞাসা করা হলে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতার তোষণে ওই এলাকায় মানুষ উন্নয়ন ছাড়াই ভোটার হয়ে রয়েছে। তারা সেখানে লড়াই করছেন না। ফলে নিজেরাই গুতোগুতি করে মরছে ।

সুপ্রিম কোর্টের সুপারিশকে মান্যতা! ৯ বিচার বিভাগীয় আধিকারিক কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে উন্নীতসুপ্রিম কোর্টের সুপারিশকে মান্যতা! ৯ বিচার বিভাগীয় আধিকারিক কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে উন্নীত

English summary
Suvendu Adhikari targets Mamata Banerjee and Abhishek Banerjee on recruitment and syndicate issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X