For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Suvendu Adhikari: আবাস যোজনা নিয়ে আশ্বাস! 'বড় চোর ধরা' নিয়ে ফের সাসপেন্স শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: ডেট-মাস বদল হবে, সাল ঠিক থাকবে! 'বড় চোর ধরা' নিয়ে ফের সাসপেন্স শুভেন্দু অধিকারীর

  • |
Google Oneindia Bengali News

ডিসেম্বরের ১২ ও ১৪ তারিখ চলে গিয়েছে। সেরকম কিছু না হলেও জানুয়ারির তারিখ এখনও আসেনি।

এদিন কাঁথির সভা থেকে বিরোধী দলনেতা ফের একটি তারিখ নিয়েই সাসপেন্স বজায় রাখলেন। তিনি বলেছেন, ছোট চোর ধরবেন জনগণ। কিন্তু বড় চোর ধরার দায়িত্ব তিনি নিজেই নিচ্ছেন।

আবাস যোজনা নিয়ে

আবাস যোজনা নিয়ে

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, আবাস যোজনা নিয়ে তৃণমূলের একাধিক পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বাদ যাচ্ছেন যোগ্যরা। তাই ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা। এদিন নন্দীগ্রামের বিধায়ক বলেন, গরিব মানুষেরা যেন আবাস যোজনা নিয়ে বিন্দুমাত্র বিচালিত না হন। আবাস যোজনার ১৭ টি দফা রয়েছে। সেই দফা অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। যদি দেখেন ১৭ দফার মধ্যে থাকলেও, কেউ টাকা পাননি, তখন নামের তালিকা মণ্ডল সভাপতি মারফত যেন তাঁদের (শুভেন্দু অধিকারী) কাছে পাঠানো হয়। একটাও তোলামূল পার্টির লোক, যাঁদের নাম ১৭ দফার মধ্যে পড়ছে, যদি নাম থাকে তাহলে টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রীর।

 বিজেপিকে জেতালেই হবে

বিজেপিকে জেতালেই হবে

শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, ২০১৮ সালের খসড়ায় যাঁদের নাম নেই, তাঁরা কী করে নাম অন্তর্ভুক্ত করবেন? তিনি বলেছেন, এর সমাধান হল ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে। যারা ২০১৮ সালে যোগ্য থাকার পরেও আবাস যোজনার টাকা পাননি, তাঁরা ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতাতে পারলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে টাকা পাবেন। বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা, আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী।

এখনও ডেটলাইন সাসপেন্স

এখনও ডেটলাইন সাসপেন্স

এদিনের সভা থেকে বিরোধী দলনেতা ডেটলাইন সাসপেন্স বজায় রেখেছেন। তিনি বলেছেন, সাধারণ মানুষ ছোট ছোট চোর ধরবেন। আর বড় চোর ধরার দায়িত্বটা তার ওপরেই যেন ছেড়ে দেওয়া হয়। তিনি বলেছেন ডেট-মাস বদল হলেও সাল একই থাকবে। বড় চোর ধরা পড়বেই।

রাজনৈতিকভাবে তৃণমূল পরাজিত

রাজনৈতিকভাবে তৃণমূল পরাজিত

বিরোধী দলনেতা এদিন বলেছেন, পুলিশ ছাড়া তোলামূলের আর কিছু নেই। রাজনৈতিকভাবে তৃণমূল পরাজিত। তাঁদেরকে পুলিশের সাহায্য নিতে হবেই। শুভেন্দু অধিকারী সাধারণ মানুষ এবং বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, তাঁরা যেন জাগ্রত হন। ভোটে জিতেই বিজেপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি রাজ্যে রাষ্ট্রবাদী সরকার হবেই। শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দুর বার্তা, এখানে পিসি এবং ভাইপোর বাজনা বাজিয়ে লাভ নেই। বিজেপি ক্ষমতায় আসলে পরিযায়ী শ্রমিকদের ফিরয়ে আনা হবে। উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো পশ্চিমবঙ্গও নতুন করে সজ্জিত হবে, আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

২০২৩-এ বিজেপিকে জেতালেই আবাস যোজনার টাকা! পঞ্চায়েত ভোটের আগে নয়া তাস শুভেন্দুর২০২৩-এ বিজেপিকে জেতালেই আবাস যোজনার টাকা! পঞ্চায়েত ভোটের আগে নয়া তাস শুভেন্দুর

English summary
Suvendu Adhikari taegets Mamata Banerjee and Abhishek Banerjee from BJP's Contai meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X