For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু পথ দেখাচ্ছে বাংলাকে! ২৪শের লোকসভার আগে ফের জল্পনা বাড়ালেন শিশির

এখনও কাঁথির তৃণমূল সাংসদ শিশিরবাবু৷ তাঁর মুখে খোলাখুলি শুভেন্দুর প্রশংসা নতুন করে ভাবিয়ে তুলেছে রাজ্য রাজনীতিকে।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় পঞ্চায়েত ভোটের মুখে ফের জল্পনা বাড়ালেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। আবারও তিনি এক মঞ্চকে ব্যবহার করে রাজনৈতিক উত্তাপ ছড়ালেন। তৃণমূল সাংসদ হয়ে বিজেপি নেতা ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বুঝিয়ে দিলেন তাঁকে বোঝা দুরুহ।

শুক্রবার এক অনুষ্ঠানে শিশির অধিকারী বলেন, বাংলাকে পথ দেখাচ্ছে শুভেন্দু। একজন তৃণমূল সাংসদ বর্ষীয়ান নেতা শিশির অধিকারীর মুখে এই কথা শোনার পর মনে হতেই পারে তিনি ভোটের বাজারে দলবদলের জল্পনা তৈরি করছেন। তাঁর এই মন্তব্যে চর্চা শুরু হবেই রাজনৈতিক মহলে।

শুভেন্দু পথ দেখাচ্ছে বাংলাকে! ২৪শের লোকসভার আগে ফের জল্পনা

খাতায় কলমে শিশিরবাবু এখনও তৃণমূলের সাংসদ৷ অর্থাৎ তিনি তৃণমূলেই আছেন। তিনি নিজেও দাবি করেন তিনি বিজেপি বা কোনও দলে যোগ দেননি। সেই বর্ষীয়ান রাজনীতিক শিশির অধিকারীর কন্ঠে এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দরাজ প্রশংসা শোনা গেল৷ এমনকী কৌশলে তিনি সমালোচনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷

স্বভাবতই শিশিরবাবুর মন্তব্যে নতুন করে বাড়ছে দলবদলের জল্পনা৷ আগামী বছর লোকসভা নির্বাচন৷ কিন্তু এখনও কাঁথির তৃণমূল সাংসদ শিশিরবাবু৷ কিন্তু তাঁর এই মন্তব্য নতুন করে ভাবিয়ে তুলেছে রাজ্য রাজনীতিকে। তাঁকে নিয়ে ফের চড়েছে দলবদলের জল্পনা।

শিশির অধিকারীর কথায়, ''নিজের ছেলে বলে বলছি না৷ শুভেন্দুকে জন্ম দিয়েছে কাঁথি৷ আর এখান থেকে গিয়ে ও (শুভেন্দু) বাংলার মানুষকে আলো দেখাচ্ছে। নতুন পথের সন্ধান দিয়েছে। সর্বস্ব দিয়ে গণতন্ত্র রক্ষা করার চেষ্টা করছে৷'' কাঁথির একটি সরস্বতী পুজো মণ্ডপের উদ্বোধন করতে এসে তিনি একথা বলেছেন।

সেইসঙ্গে তিনি রাজ্যের পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন সাংসদ শিশির অধিকারী। রাজ্য পুলিশকে তৃণমূলের দলদাস বলেও আক্রমণ শানান তিনি৷ শিশিরবাবুর কথায়, ''রামচন্দ্র পণ্ডা এখন রাষ্ট্র নেতা হয়েছে। শুভেন্দু অধিকারীর নামে যদি ২৮টি মামলা হয়, সৌমেন্দু অধিকারীর নামে ১০টি মামলা হয়, তাহলে রামের নামে ৪টে মামলা হয়!

তাঁর কথায়, গত এক দেড় বছর ধরে কাঁথি শহরে পুলিশকে স্যালুট করে চলতে হয়। পুলিশের বড়বাবুটা ভালো কাজ করছেন। কেউ কোথাও অন্য পার্টি করলে তাকে ডেকে আনছেন, হাজির করাচ্ছেন। না হাজির হলে চমকাচ্ছেনও! পয়সার তো একবারে বন্যা বইছে।'' শিশিরবাবুর এহেন মন্তব্য দলবদলের জল্পনা উস্কে দেওয়ার জন্য যথেষ্ট৷ যদিও এই বিষয়ে শিশিরবাবু বা বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

English summary
Sisir Adhikari increases speculation in state politics to praise of Suvendu Adhikari.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X