For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতির ফাঁসে অধিকারী পরিবার, গ্রেফতার সৌমেন্দুর গাড়ির চালক

দুর্নীতির ফাঁসে অধিকারী পরিবার, গ্রেফতার সৌমেন্দুর গাড়ির চালক

Google Oneindia Bengali News

কাঁথিতে শ্মশানঘাট দুর্নীতি কাণ্ডে ক্রমশ জোরাল হচ্ছে অধিকারী পরিবারের নাম। সাংসদ সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিংকে গ্রেফতার করেছে পুলিশ। কাঁথির রাঙামাটি শ্মশান সংলগ্ন এলাকায় বেআইনি ভাবে স্টল নির্মাণের ঘটনায় জড়িত রয়েছেন তিনি। কাঁথির আঠিলাগাড়ি গ্রাম থেকে গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সৌমেন্দুর গাড়ির চালক

গ্রেফতার সৌমেন্দুর গাড়ির চালক

কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ক্রমশ জোরাল হতে শুরু করেছে। কাঁথি পুরসভার তৈরি রাঙামাটি শ্মশােন বেআইনি িনর্মাণ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। পুরপ্রধােনর দায়ের করা মামলার প্রেক্ষিতেই গতকাল রাতে কাঁথির বাড়ি থেকে গ্রেফতার করা হয় সৌমেন্দু অধিকীরার গাড়ির চালক গোপাল সিংকে। শশ্মান দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

চাপে সৌমেন্দু

চাপে সৌমেন্দু

পুরসভা ভোটের পর কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান সুবল কুমার মান্না কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে সৌমেন্দু অধিকারী সহ সহকারী ইঞ্জিিনয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাসের নাম উল্লেখ করা হয়েছিল। গ্রেফতারি এড়াতে শেষে হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন সৌমেন্দু। তাতে ১৩ জুলাই পর্যন্ত সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে আদালত। আগামীকালই শেষ হচ্ছে সেই মেয়াদ। তার আগেই তাঁর গাড়ির চালককে গ্রেফতার করে চাপ তৈরি করা হয়েছে।

চাপ বাড়ছে অধিকারী পরিবারের

চাপ বাড়ছে অধিকারী পরিবারের

ক্রমশ অধিকারী পরিবারের উপরে চাপ বাড়ছে। সৌমেন্দু অধিকারী টিএমসির টিকিটে জিতলেও সংসদ পদ ছাড়েননি তবে দলের থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন তিনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অধিকারী পরিহােরর উপর চাপ বাড়ছে বলে অভিযোগ। অধিকারী পরিবারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। পুরসভা ভোটেও এবার কাঁথিতে জয় হয়েছে টিএমসির। কাজেই তাতে রাজনৈতিক বৈরীতার পারদ আরও চড়েছে। অধিকারী পরিবারের ঘনিষ্ঠ গোপাল সিংকে গ্রেফতার করে এক প্রকার বার্তা দিয়েছে পুলিশ।

কেন গ্রেফতারি

কেন গ্রেফতারি

আগামীকাল গোপাল সিংকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। গোপাল সিংয় পুরসভার গাড়ির চালক ছিলেন। কিন্তু তিিন সৌমেন্দু অধিকারীর গাড়িই চালাতেন। কয়েকমাস আগেই পুরসভা থেকে অবসর েনন তিিন। তদন্তের কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মনে করা হচ্ছে এবার সৌমেন্দু অধিকারীকেও জেরার জন্য ডাকা হতে পারে। অধিকারী পরিবারের উপরে চাপ তৈরির জন্যই এটা করা হচ্ছে বল মনে কর হচ্ছে।

চমকে-ধমকে-কালিমালিপ্ত কিচ্ছু করতে পারবেন না! ভাইপোকে জেলে যেতেই হবে, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর চমকে-ধমকে-কালিমালিপ্ত কিচ্ছু করতে পারবেন না! ভাইপোকে জেলে যেতেই হবে, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

English summary
MP Soumendu Adhikari's Driver arrested in cremation Ghat corruption case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X