For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বিজেপির অবরোধ! আটকে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়ি

বিজেপির (BJP) বিক্ষোভ অবরোধে আটকে পড়লো তমলুকের হাসপাতাল মোড়ে তমলুকের (Tamluk) সাংসদ দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) গাড়ি! বিজেপির বিক্ষোভ অবরোধে আটকে পড়া দিব্যেন্দু পুরো সময়টা গাড়িতেই বসে থাকেন। প্রসঙ্

  • |
Google Oneindia Bengali News

বিজেপির (BJP) বিক্ষোভ অবরোধে আটকে পড়লো তমলুকের হাসপাতাল মোড়ে তমলুকের (Tamluk) সাংসদ দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) গাড়ি! বিজেপির বিক্ষোভ অবরোধে আটকে পড়া দিব্যেন্দু পুরো সময়টা গাড়িতেই বসে থাকেন। প্রসঙ্গত দিব্যেন্দু অধিকারীকে নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

তমলুকে বিজেপির অবরোধ কর্মসূচি

তমলুকে বিজেপির অবরোধ কর্মসূচি

এদিন তমলুকের হাসপাতাল মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকার সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী। অবরোধ বিক্ষোভ মিছিলে আটকে পড়ে গাড়িতেইবসে থাকেন তিনি। গত বিধানসভা নির্বাচনের সময় থেকে তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হওয়ার পরে তৃণমূলের তরফে লোকসভার অধ্যক্ষের কাছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তবে দিব্যেন্দু অধিকারীর দাবি তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যুক্ত হননি।

সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে অবরোধ

সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে অবরোধ

এদিন হাওড়ার উলুবেড়িয়ায় যাওয়ার কথা ছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। প্রথমে তাঁকে নিউটানের বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়া হয়। বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা নিউটাউনের বাড়ি থেকে বেরনোর পরেই তাঁকে ঘিরে ধরেন। তাঁকে আটকানোর কোনও আইনি কাগজ আছে কিনা জানতে চাইলে, পুলিশ আধিকারিকরা স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে। তারপরেই সুকান্ত মজুমদার ছেড়ে দেওয়া হলেও, তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের আটকে দেওয়া হয়। সুকান্ত মজুমদারের গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার পৌঁছলে গাড়ি থেকে নেমে হেঁটেই যেতে চান তিনি। কিন্তু সেই পুলিশ আধিকারিকরা হাওড়ায় ১৪৪ ধারা জারির কথা উল্লেখ করে বাধা দেন এবং সুকান্ত মজুমদারকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। লালবাজারের গেটের সামনে বিক্ষোভে সামিল হন অগ্নিমিত্রা পাল-সহ অন্য নেতানেত্রীরা।

রাজ্য জুড়ে বিজেপির প্রতিবাদ

রাজ্য জুড়ে বিজেপির প্রতিবাদ

এদিকে সুকান্ত মজুমদারকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই বিক্ষোভ যেমন হয় উত্তরবঙ্গের রায়গঞ্জ-সহ অন্য জায়গায়, তেমনই দক্ষিণণবঙ্গের তমলুক-সহ অন্য জায়গাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ

শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ

এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে উলুবেড়িয়া যাওয়ার পথে রাজ্য প্রশাসনের বাধা দেওয়ার ঘটনায় পুরুলিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধু জলনেতা শুভেন্দু অদিকারী। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু লুকোতেই সুকান্ত মজুমদারকে এলাকায় যেতে বাধা দিয়েছে। শুভেন্দু অধিকারী দলের নেত্রী প্রিয়ঙ্কা টিবলেওয়ালকেও বাধা দেওয়া কথা জানান। শুভেন্দু অধিকারী এদিন টুইটে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, রবিরা তিনি হাওড়া গ্রামীনে বিজেপির দলীয় অফিসে যাবেন।

Weather Update: অবশেষে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাসWeather Update: অবশেষে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

English summary
MP Dibyendu Adhikari brother of Suvendu Adhikari stucked neat Tamluk Hospital more due to BJP's protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X