For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে উড়িয়ে দিল বামেরা, পঞ্চায়েতের আগে লাল নিশান উড়ল শুভেন্দুর জেলায়

তৃণমূলকে উড়িয়ে দিল বামেরা, পঞ্চায়েতের আগে লাল নিশান উড়ল শুভেন্দুর জেলায়

Google Oneindia Bengali News

এবার আর কোনও জোট নয়, বিজেপিকে ছাড়াই তৃণমূলকে উড়িয়ে দিল বামেরা। আরও তাৎপর্যপূর্ণ এই জয় এল শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কলাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীরা তৃণমূলকে হারিয়ে দিল গোহারা।

তৃণমূলের বিরুদ্ধে বিপুল জয় বামেদের

তৃণমূলের বিরুদ্ধে বিপুল জয় বামেদের

ভগবানপুরের কলাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯টি আসনেই জয়ী হয়েছেন বামফ্রন্ট প্রার্থীরা। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ৯টি আসনেই বিপুল ভোটে জয় পেয়েছেন বেমারা। এই ৯টি আসনে লড়াই হয়েছিল মোট ১৯ প্রার্থীর। এদিন তৃণমূলের বিরুদ্ধে বিপুল জয়ের পর লাল আবির মেখে বিজয়োৎসবে মেতে ওঠেন বাম নেতা-কর্মীরা।

তৃণমূলকে মাত দিয়েছিল বামেরা

তৃণমূলকে মাত দিয়েছিল বামেরা

তৃণমূলকে হারিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বামেদের জয়, আক্ষরিক অর্থেই উলটপুরাণ। তৃণমূল পূর্ব মেদিনীপুর তথা রাজ্যেরও বেশিরভাগ নির্বাচনে জিতলেও বামেরা যে ফিরছে, তার একটা আভাস মিলতে শুরু করেছে। এর আগে হুগলির একটি মাদ্রাসা পরিচালন সমিতিতেও তৃণমূলকে মাত দিয়েছিল বামেরা।

বামেরা যে হারিয়ে যায়নি, প্রমাণ জয়

বামেরা যে হারিয়ে যায়নি, প্রমাণ জয়

ভগবানপুরের কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে ফের লাল পতাকা উড়ল এবার। লাল আবিরে রঙিন হল শুভেন্দুর জেলা। একুশের বিধানসভা ভোটে ভগবানপুরে জয়ী হয় বিজেপি। তারপরও বামেদের সমবায়ে জয় আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে তাঁদের শক্তি জোগাবে। বামেরা যে হারিয়ে যায়নি, আবার তারা সম্বলিত হচ্ছে এই জয় তার প্রমাণ।

বিজেপি তো প্রার্থীই দিতে পারেনি

বিজেপি তো প্রার্থীই দিতে পারেনি

সমবায়ের এই ভোটের ফলে আত্মবিশ্বাসী বামেরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে তাদের অক্সিজেন দেবে এই জয়। তৃণমূল ও বিজেপি বামেদের এই জয়কে খাটো করে দেখছে। বলছে একটা সমবায়ে জিতে পঞ্চায়েত ভোটে কিছু করতে পারবে না। কিন্তু এই ভাবনা ভুল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই জয় সম্ভব হয়েছে তৃণমূলের শক্তির বিরুদ্ধে তারা সঙ্ঘবদ্ধ হয়েছে বলেই। বিজেপি তো প্রার্থীই দিতে পারেনি এখানে।

ভোটে হারের পর প্রতিক্রিয়া কুণালের

ভোটে হারের পর প্রতিক্রিয়া কুণালের

এদিন ভগবানপুরের সমবায় ভোটে হার প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ বলেন, সমবায়ে বিচ্ছিন্নভাবে কয়েকটিতে জিতেছে বিরোধীরা। অধিকাংশই জিতেছে তৃণমূল। পাল্লা না দিতে পেরে বাম-রাম জোটও হয়েছে। বামেরা প্রার্থী দিচ্ছে। বিজেপি দেয়নি। মুখে এক, কাজে আরেক। এছাড়া বিভিন্ন টেকনিক্যাল বিষয় আছে। তবে মুখোশ খুলে যাচ্ছে।

নন্দকুমারে বাম-বিজেপি জোটের জয়ের পর

নন্দকুমারে বাম-বিজেপি জোটের জয়ের পর

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে বাম-বিজেপি জোট করে তৃণমূলকে হারিয়ে সমবায় সমিতি দখল করেছিল। তারপর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ক্ষেত্রে বাম-বিজেপি জোটবদ্ধ হতে দেখা গিয়েছে। এমনকী সিপিএম ও বিজেপি একসঙ্গে মিছিলও করেছে একাধিক জায়গায়। সমবায় ভোট হলেই প্রায় সর্বত্র বাম-বিজেপি জোট হয়ে লড়ছে। তৃণমূলের বিরুদ্ধে মিছিল করছে। যদিও এখানে একা লড়ে বামেরা। বিজেপি লড়াই থেকে বিরত থাকে।

অন্যত্র পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

অন্যত্র পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সমাবায় সমিতি নির্বাচনে জয়ী হয় তৃণমূল। আর মুর্শিদাবাদের কান্দির হিজল নতুনগ্রাম সমবায় সমিতি নির্বাচনের ফল হল ত্রিশঙ্কু। মোট ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৪জন প্রার্থী। তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৪টি আসন। কংগ্রেস পেয়েছে ৩টি আসন এবং নির্দল পেয়েছে ১১টি আসন।

মমতা 'নেত্রী’ কিন্তু রাহুল 'আইকন’! মোদীর চ্যালেঞ্জার হিসেবে তাহলে কে এগিয়ে ২০২৪-এমমতা 'নেত্রী’ কিন্তু রাহুল 'আইকন’! মোদীর চ্যালেঞ্জার হিসেবে তাহলে কে এগিয়ে ২০২৪-এ

English summary
Left front takes great victory against TMC in East Midnapur before Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X