For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর বাড়ির মহিলাদের টার্গেট তৃণমূলের, নন্দীগ্রাম-সহ জেলায় নয়া কর্মসূচি ঘোষণা কুণালের

শুভেন্দুর বাড়ির মহিলাদের টার্গেট তৃণমূলের, নন্দীগ্রাম-সহ জেলায় নয়া কর্মসূচি ঘোষণা কুণালের

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল সম্প্রতি পঞ্চায়েতের আগে 'চলো গ্রামে যাই' কর্মসূচি নিয়েছে। মহিলা ভোটব্যাঙ্ক বাড়াতে দলের মহিলা সংগঠনকে কাজে লাগিয়ে রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করছে তৃণমূল। এই কর্মসূচিকেই হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল এবার নয়া কৌশল নিল। এবার শুভেন্দু-দিব্যেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে মহিলাদের টার্গেট করল তৃণমূল।

শুভেন্দুর বাড়ির মহিলাদের টার্গেট তৃণমূলের, নন্দীগ্রাম-সহ জেলায় নয়া কর্মসূচি ঘোষণা কুণালের

রবিবার নন্দীগ্রামের এক কর্মসূচি থেকে দলের মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ঘোষণা করলেন, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকু়ঞ্জের মহিলাদের সঙ্গে দেখা করবে তৃণমূল। আগাম সময় চাওয়া হবে দেখা করার। তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে পাঠিয়ে এই জনসংযোগ কর্মসূচি নেওয়া হচ্ছে।

কুণাল ঘোষ বলেন, তৃণমবলের এই কর্মসূচি শুরু হোক দিব্যেন্দু অধিকারীর বাড়ি থেকে। তাঁর স্ত্রীকে দিয়েই শুরু হোক কর্মসূচি। তবে এই কর্মসূচিতে কেউ দলীয় পতাকা নিয়ে যাবেন না। যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া লিফলেট নিয়ে। মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কী কাজ করছে, কী কী পরিষেবা চালু করছে, সেইসব পরিষেবা সবাই পাচ্ছেন কি না, তা মহিলাদের জানাবেন তৃণমূলের বঙ্গ জননী বাহিনী।

তৃণমূলের নয়া অভিযানে চার জন করে মহিলারা নামবেন। শুভেন্দুর বাড়ির মহিলারা দেখা না করলে লিফলেট রেখে আসবেন তাঁদের বাড়িতে। বাড়ির অন্য সদস্যদের সঙ্গে দলের সম্পর্ক যাই হোক, বাড়ির মহিলাদের সঙ্গে জনসংযোগ সারতে চায় তৃণমূল কংগ্রেস। সেই কারণেই সটান শান্তিকুঞ্জের মহিলাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

আগামী মাসেই শুভেন্দুর বাড়ির দোরগোড়ায় সভা করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা নিয়ে এখন থেকেই পারদ চড়তে শুরু করেছে। এর মধ্যে আবার বিধানসভায় শুভেন্দু অধিকারীকে মমতা বন্যোেকপাধ্যায়ের ডেকে পাঠানো ও উভয়ের সাক্ষাৎ। তারপর শুভেন্দুক বাই দিব্যেন্দুর পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়ের নিমন্ত্রণ এবং অবশেষে কুণাল ঘোষের তরফে অধিকারী বাড়িতে তৃমমূলের মহিলাদের পাঠানোর কর্মসূচি- এসব নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল।

কুণাল ঘোষ বলেন, শুধু শুভেন্দু অধিকারীর বাড়িতেই নয়, পূর্ব মেদিনীপুর জুড়েই চলো গ্রামে যাই কর্মসূচি শুরু হয়েছে। জেলাজুড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা শুভেন্দু অধিকারীর বাড়িতেও হবে। যাঁরা আমাদের সঙ্গে আগে ছিলেন, এখন তাঁরা অন্য দলে, সে বিজেপি হোক বা সিপিএম, কিংবা কংগ্রেস সবার বাড়িতেই মহিলাদের কাছে যাওয়ার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। কিংবা যাঁরা এখনও দোলাচলে আছেন, তাঁদের সঙ্গে দেখা করার কথা বেশি করে বলেন তিনি। আর যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তাঁদের বাড়িতে তো যাবেনই। রাজ্যের ৪৯ শতাংশ মহিলা ভোটের সর্বাধিক অংশ করায়ত্ত করাই তৃণমূলের আসল টার্গেট।

 বিজেপি তো ভিডিও প্রস্তুতকারক সংস্থা হয়ে গিয়েছে, নয়া সিসিটিভি ফুটেজ নিয়ে কটাক্ষ কেজিওয়ালের বিজেপি তো ভিডিও প্রস্তুতকারক সংস্থা হয়ে গিয়েছে, নয়া সিসিটিভি ফুটেজ নিয়ে কটাক্ষ কেজিওয়ালের

English summary
Kunal Ghosh announces new campaign for TMC to enter Suvendu Adhiksri’s house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X