For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৌশিকী অমবস্যার প্রভাবে তাণ্ডব দিঘাতে! ৩০ ফুটেরও উচু ঢেউ আছড়ে পড়ছে সৈকত নগরীতে

ভয়ঙ্কর পরিস্থিতি দিঘা জুড়ে। একেবারে গার্ডওয়াল টপকে আসছে জল। অনেকটা ভিতর পর্যন্ত ঢেউ আছড়ে পড়ছে। যার ফলে ভেসে যাচ্ছে দিঘা বাজার। শুধু তাই নয়, উপকূলবর্তী অনেক গ্রামে হু হু করে সমুদ্রের জল ঢুকতে শুরু করেছে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

ভয়ঙ্কর পরিস্থিতি দিঘা জুড়ে। একেবারে গার্ডওয়াল টপকে আসছে জল। অনেকটা ভিতর পর্যন্ত ঢেউ আছড়ে পড়ছে। যার ফলে ভেসে যাচ্ছে দিঘা বাজার। শুধু তাই নয়, উপকূলবর্তী অনেক গ্রামে হু হু করে সমুদ্রের জল ঢুকতে শুরু করেছে বলে খবর।

গত কয়েকদিন আগে আছড়ে পড়ে ইয়াস। যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দিঘার। একাধিক বাঁধ ভেঙে পড়ে।

সমুদ্রের জল গ্রামের মধ্যে ঢুকতে পরেছে বলে খবর।

সমুদ্রের জল গ্রামের মধ্যে ঢুকতে পরেছে বলে খবর।

শুধু তাই নয়, উপকূলবর্তী এলাকাগুলিতেও ভেঙে পড়ে বাঁধ। গ্রামের পর গ্রাম সাগরের জলে ভেসে যায়। সারাইয়ের কাজ শুরু হলেও এখনও বহু জায়গাতে বাঁধ ভাঙা অবস্থাতে রয়েছে। সেই সমস্ত জায়গা থেকে সমুদ্রের জল গ্রামের মধ্যে ঢুকতে পরেছে বলে খবর।

যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা।

অন্যদিকে দিঘাতেও পর্যটকদের ভিড় থাকাতে সতর্ক পুলিশ প্রশাসন। বিচে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, গার্ডওয়ালের পাশেও কোনও পর্যটকদের ভিড়তে দেওয়া হচ্ছে না। কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।

ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট

ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট

জানা গিয়েছে, প্রবল জলোচ্ছ্বাসের কারনে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট বলে জানা গিয়েছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, ঝড়ের পর এই প্রথম দিঘার সমুদ্রের এমন রূপ দেখা যাচ্ছে। কার্যত সমুদ্র তাণ্ডব শুরু করেছে বলেও দাবি স্থানীয় মানুষজনের। বঙ্গোপসাগরে নিম্নচাপজনিত কারণে সমুদ্র উত্তাল। সেই কারণে মৎস্যজীবীদের এদিন পর্যন্ত সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়। আগেই হাওয়া অফিসের তরফে সতর্ক করা হয়েছিল।

৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি

৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি

শুধু তাই নয়, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

সদি মতো আজ সকাল থেকে উত্তাল ছিল সমুদ্র। আর এরপর কৌশিকী অমাবস্যার ভয়ঙ্কর এক প্রভাব পড়েছে। আজ ভরা কোটাল। আর সেই কারনে দিঘার সমুদ্রের এহেন ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে বলে দাবি আবহাওয়াবিদদের।

পর্যটকদের ভিড়

পর্যটকদের ভিড়

তবে দিঘাতে ঘুরতে যাওয়া পর্যটকদের দাবি, দিঘার সমুদ্রের এমন ভয়ঙ্কর রূপ আগে দেখার সঊভাগ্য হয়নি। ফলে এমন অবস্থা দেখে খুশি পর্যটকরা। ইয়াসের কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দিঘার। ভেঙে যায় রাস্তা, গার্ডওয়াল। যদিও দিঘাকে নতুন করে সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

শূধু তাই নয় , দিঘা মাস্টারপ্ল্যান তৈরি করা হবে বলেও ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে । উল্লেখ্য ক্ষমতার পালাবদলের পর দিঘাকে নতুন ভাবে সাজিয়ে তোলার নির্দেশ দেন তিনি। সেই মতো অনেক কাজ হয়েছে। নীল-সাদা রগে সাজিয়ে তোলা হয়েছে গোটা সৈকত নগরীকে। কিতু এখনও বহু কাজ এখন ও বাকি। আর তা থাকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
high tide hits Digha, high wave over guardwall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X