পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, রণক্ষেত্র ৬ নং জাতীয় সড়ক
গাড়ির ধাক্কায় চার পথচারীর মৃত্যু কে কেন্দ্র করে রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের লছমাপুরের ৬ নং জাতীয় সড়কে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নং ব্লকের লছমাপুর এলাকায় ৬ নং জাতীয় সড়কের উপর একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা চার জনকে ধাক্কা মারায় মৃত্যু হল চার জনেরই।

রবিবার সকালে লছমাপুর এলাকায় বেশ কিছু মানুষ রাস্তা পার হচ্ছিল। সেইসময় দ্রুত গতিতে আসা একটি তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা চার জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আর একজনকে গুরুতর আহত অবস্থায় খড়্গপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষন পর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত চার জনই খড়গপুর ২ নং ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে।
মৃত ব্যক্তিদের এখনও নাম পরিচয় জানা যায়নি। অপরদিকে এই এলাকায় বারংবার দুর্ঘটনা ঘটছে, কেন ব্যারিকেড দিয়েও গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই সকল নানা দাবিতে ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছু স্থানীয় মানুষজন। প্রায় ২ ঘন্টা রাস্তা একেবারে অবরুদ্ধ করে দেন আমজনতা। নাকাল হয়ে ৬ নং জাতীয় সড়কে গাড়ির লাইন পড়ে যায়। পরে খড়গপুর লোকাল থানার পুলিশ এসে মানুষদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়

করোনা আক্রান্ত দুই মহারাজ সহ কুমারীর পরিবার, কুমারী পুজো ঘিরে অনিশ্চয়তা মালদহ রামকৃষ্ণ মিশনে