ফের শুটিং শুরু হচ্ছে মেদিনীপুরের প্রয়াগ ফিল্ম সিটিতে
ফের শুটিং শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকি এলাকার এক সময়কার বিখ্যাত ফিল্ম সিটি প্রয়াগ ফিল্ম সিটি। বিতর্কিত এই ফিল্ম সিটিতে একটি চলচ্চিত্রের কিছু দৃশ্যের শ্যুটিং করতে চলেছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু।

জানা গিয়েছে, মন্ত্রীর পরিচালনায় "ডিকসেনারী" নামে একটি সিনেমার কয়েকটি দৃশ্যের শুটিং হবে এখানে। সিনেমার নায়ক ও নায়িকার ভূমিকায় রয়েছেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
এদিন দুপুরে মন্ত্রী কাম পরিচালক ব্রাত্য বসু স্বয়ং সেই লোকেশন দেখতে চন্দ্রকোনারোডের ফিল্ম সিটিতে আসেন। তিনি ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য কলাকুশলীরা। ফিল্ম সিটির শুটিং যোনে রেলস্টেশন এর লোকেশন ঘুরে দেখেন। ইতিমধ্যে শ্যুটিং সেট তৈরীর প্রক্রিয়াও চালু হয়ে গেছে বলে জানা যাচ্ছে।
প্রয়াগ ফিল্ম সিটির ম্যানেজার আনন্দ মুখার্জী জানান, 'সিনেমার শ্যুটিং লোকেশন দেখতে এদিন ব্রাত্য বাবু ফিল্মসিটিতে এসেছিলেন। তিনি গোটা ফিল্ম সিটির বেশ কিছু সেট ঘুরে দেখেন, ওনার" ডিকসেনারী" নামে একটি সিনেমার কয়েকটি দৃশ্যের শুটিং হবে আমাদের এখানে। এবং তিনি আগামী সপ্তাহেই এই সিনেমার শ্যুটিং এই ফিল্ম সিটিতে শুরু করতে চান।স্বাভাবিক ভাবেই এই প্রক্রিয়া চালু হওয়ায় আমরা খুবই খুশি।'
প্রসঙ্গত, যে চিটফান্ড সংস্থার টাকায় এই সু-বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই চিটফান্ড বেআইনি ঘোষিত হওয়ার পর সংস্থার কর্ণধার ও তাঁর ছেলে দুজনেই জেল হেফাজতে। এক আইনজীবীর বক্তব্য এই সম্পত্তির মালিকানা এখন আদালতের বিবেচনাধীন। কোনও একটি বিশেষ রাজ্য এর মালিকানা এখুনি দাবি করতে পারেনা কারন ওই চিটফান্ড তার আমানত সংগ্ৰহ করেছিল একাধিক রাজ্য থেকে। নিয়ম অনুযায়ী এই সম্পত্তিতে যে কোনও রকমের কাজ করতে গেলে আদালতের অনুমতি প্রয়োজন। সেই অবস্থায় এখানে শ্যুটিং করা বৈধ কিনা তাই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
রাজ্যে হাওড়া, শিয়ালদা থেকে ট্রেন চলাচল ঘিরে কোন বার্তা নবান্নের বৈঠকে! বড় বিধি নিষেধের ইঙ্গিত