For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিম মেদিনীপুরে শুরু হয়ে গেল দুয়ারে সরকার প্রকল্পের কাজ

পশ্চিম মেদিনীপুরে শুরু হয়ে গেল দুয়ারে সরকার প্রকল্পের কাজ

  • |
Google Oneindia Bengali News

সরকারি বিভিন্ন প্রকল্প তুলে ধরতে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে শুরু হয়ে গেল দুয়ারে সরকার প্রকল্পের কাজ। এতে রাজ্য প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

পশ্চিম মেদিনীপুরে শুরু হয়ে গেল দুয়ারে সরকার প্রকল্পের কাজ

জানা গিয়েছে, এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত ময়দানে প্রথম পর্যায়ে শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের এই দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দিনে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে কার্যত মানুষজনের ভিড় লক্ষ্য করা গেল।

এই দিন প্রথম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির কাজকর্ম পরিদর্শন করতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম জেনারেল সুদীপ সরকার। তিনি জানান, সারা জেলা জুড়ে দুই মাস ধরে ১০০০ মতন ক্যাম্প করা হবে। মঙ্গলবার দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিন পশ্চিম মেদিনীপুর জেলায় ২৬টি ক্যাম্প করা হয়েছে বলে তিনি জানান। যেখানে ১৫ থেকে ২০টি সরকারি প্রকল্পের পরিষেবা পাবেন সাধারণ মানুষ। তবে মানুষজনের ভালো সাড়া পাওয়া যাচ্ছে এই কর্মসূচিতে।

অতিরিক্ত জেলা শাসক আরও বলেন, যে ক্যাম্পগুলিতে ১১টি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষ পাবেন। বাকি প্রকল্প গুলি তে একটু সময় লাগবে। তাই পশ্চিম মেদিনীপুর জেলার একুশটি ব্লকে মঙ্গলবার দুয়ারে সরকার কর্মসূচির ২৬টি ক্যাম্প করা হয়েছে বলে তিনি জানান। তিনি সর্বস্তরের মানুষকে দুয়ারে সরকার কর্মসূচি রুপায়ন করার জন্য ওই ক্যাম্পে আসার আহ্বান জানান।

সিন্ডিকেট আর কাটমানির রাজত্ব চলছে বন্দর শহরে, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে হুঙ্কার ভারতী ঘোষেরসিন্ডিকেট আর কাটমানির রাজত্ব চলছে বন্দর শহরে, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে হুঙ্কার ভারতী ঘোষের

English summary
Duare Duare Sarkar starts functioning in West Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X