For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কেঁচো খুড়তে গিয়ে কেউটে বেরবে'! দুর্নীতি ইস্যুতে শুভেন্দু-শিশির অধিকারীকে তোপ অভিষেকের

ভয়ঙ্কর ইয়াসের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। এলাকার পর এক কার্যত সমুদ্রেগর্ভে চলে গিয়েছে। ভেঙে গিয়েছে গার্ড ওয়াল। রাস্তা ভেঙে ঢুকেছে সমুদ্রের জল। এই অবস্থায় ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখতে যান অভিষেক বন্দ্যোপ

  • |
Google Oneindia Bengali News

ভয়ঙ্কর ইয়াসের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। এলাকার পর এক কার্যত সমুদ্রেগর্ভে চলে গিয়েছে। ভেঙে গিয়েছে গার্ড ওয়াল। রাস্তা ভেঙে ঢুকেছে সমুদ্রের জল। এই অবস্থায় ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর সেখানে দাঁড়িয়ে নাম না করে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ অভিষেকের। শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে তোপ তাঁর। একই সঙ্গে দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি সাংসদের। দলের তরফে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

দুর্নীতি হলে রেয়াত না করার হুঁশিয়ারি

দুর্নীতি হলে রেয়াত না করার হুঁশিয়ারি

ইয়াস-পরবর্তী পরিস্থিতি দেখতে পূর্ব মেদিনীপুরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কপ্টারে করে রামনগরে পৌঁছন তিনি। সেখান থেকে সরাসরি যান তাজপুর। সেখানে ঘূর্ণিঝড় ইয়াসের ফলে কী ক্ষতি হয়েছে, সেটা ঘুরে দেখলেন অভিষেক। তাঁর সঙ্গে ছিলেন মৎস্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরি। অভিষেক ইয়াস শেল্টারে গিয়ে স্থানীয় দুর্গতদের সঙ্গে কথা বলেন। কার্যত মন্দারমনি, শঙ্করপুর সহ দিঘার বাঁধ নির্মাণে দুর্নীতি হলে রেয়াত না করার হুঁশিয়ারিও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নাম না করে শুভেন্দু-শিশিরকে আক্রমণ!

নাম না করে শুভেন্দু-শিশিরকে আক্রমণ!

এদিন নাম না করে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেণ, কীভাবে রাস্তা ভেঙে গিয়েছে দেখে খারাপ লাগছে। রাস্তাগুলি তৈরি করা হয়েছে শুধু নিচে বালি দিয়ে। এভাবে মানুষের টাকা নিয়ে ওরা নয়ছয় করেছে। সেই সময় দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে যারা ছিলেন তাঁদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত করা উচিৎ বলে দাবি সাংসদের। উল্লেখ্য, দীর্ঘদিন উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন শিশির অধিকারী। নাম না করে এদিন তাঁকে আক্রমণ করেন অভিষেক। একটা পরিবারকে সব দিতে গিয়ে মানুষের টাকা নয়ছয় হয়েছে বলেও দাবি তাঁর।

শুভেন্দু-রাজীবকেও আক্রমণ অভিষেকের

শুভেন্দু-রাজীবকেও আক্রমণ অভিষেকের

এদিন নাম না করে শুভেন্দু-রাজীব বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। তিনি বলেণ, সবাই জানেন সেচ দফতর কারা সামলাতেন। কীভাবে ঝড়ে গার্ড ওয়ালগুলি ভেঙে গিয়েছে। অবশ্যই এই বিষয়ে দুর্নীতি হওয়া উচিৎ বলে দাবি তাঁর। তবে সেচ দফতরের মন্ত্রী হিসাবে শুভেন্দু কিছু সাক্ষর করেনি বলে দাবি করেছেণ। এই প্রসঙ্গে অভিষেক বলেণ, যদি এতই সমস্যা ছিল তাহলে কেন আগেই মন্ত্রিসভা থেকে সরে যাননি তিনি। শুধু তাই নয়, গুচ্ছ মানুষের টাকা নিয়ে পিঠ বাঁচাতে মেরুদন্ড বিক্রি করে একটা দলে গিয়েছে। মানুষ ওদের জবাব দিয়েছে বলে দাবি অভিষেকের। তবে এবার ওদের দুর্নীতিও সামনে আসবে বলে দাবি তাঁর।

নতুন করে প্লাবনের আশঙ্কা

নতুন করে প্লাবনের আশঙ্কা

৭ দিন আগে বয়ে গিয়েছে ইয়াস। তাণ্ডবের ক্ষত ছড়িয়ে আছে গোটা তাজপুর জুড়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জলধা গ্রাম। চারমাস আগে তৈরি হয় সমুদ্র বাঁধ। ইয়াস ও ভরা কটালের জেরে জলোচ্ছ্বাসে ভেসে বাঁধ ভেঙে মিশে গিয়েছে সমুদ্র তটে। রাস্তা ভেঙে গ্রামে ঢুকেছে জল। সরকারি ত্রাণের ভরসাতেই স্থানীয় বাসিন্দারা। আর এদিনই কংক্রিটের বাঁধ চেয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার ঘূর্ণিঝড় আসে। আর এই ঘূর্ণিঝড়ের জেরে ভেঙে যায় বাঁধ। তাতে সমস্যায় পড়েন তাঁরা। এদিকে আগামী বুধবার অমাবস্যার কটাল। ফলে নতুন করে জলোচ্ছ্বাসের জেরে ফের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় আজ পরিস্থিতি খতিয়ে দেখতে যান অভিষেক।

English summary
diamond harbour mp target suvendu adhikari and sisir adhikari for dam scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X