For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনই! ব্যাপক কারচুপির অভিযোগে সরব সিপিএম প্রার্থী

তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনই। খেজুরির বীরবন্দ এলাকায় ১০৫ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ তুললেন সংযুক্ত মোর্চা সমর্থিত খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাস।

  • |
Google Oneindia Bengali News

বেলা বাড়াতেই বদলে যাচ্ছে ছবিটা। একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসছে। প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা।

এমনকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও এই বিষয়ে কিছু করছে না বলে অভিযোগ। বিশেষত অধিকারী গড় মেদিনীপুর থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে। লাগাতার বুথ জ্যাম, ইভিএমে কারচুপির অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ।

তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনই!

তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনই!

অধিকারী গড়ে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাসের। তাঁর অভিযোগ, তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনই। খেজুরির বীরবন্দ এলাকায় ১০৫ নম্বর বুথে ভোটে এমনই কারচুপির অভিযোগ সিপিএম প্রার্থীর। তাঁর আরও অভিযোগ, এই বিষয়ে প্রিসাইডিং অফিসারকে বলেও কোনও কাজ হয়নি। কার্যত কর্মরত প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বাম প্রার্থীর।

বুথে এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না

বুথে এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না

প্রার্থী হিমাংশু দাস বলেন, বুথে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রিসাইডিং অফিসারকে বলেও কোনও কাজ হয়নি। বিষয়টি পর্যবেক্ষককেও জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাসের। কেউই কিছু করেনি বলে অভিযোগ।

দফায় দফায় উত্তপ্ত খেজুরি

দফায় দফায় উত্তপ্ত খেজুরি

এদিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে খেজুরি এলাকায়। বিভিন্ন বুথে কারচুপির, জ্যাম, ছাপ্পার অভিযোগ। বিজেপি তৃণমূলের মধ্যে অভিযোগ পালটা অভিযোগ।

ভোট দিলেই ভোট পড়ছে বিজেপিতে!

ভোট দিলেই ভোট পড়ছে বিজেপিতে!

দক্ষিণ কাঁথির মাজনায় ভোটারদের অভিযোগ, সকাল থেকে যে বোতামই নাকি টিপছেন তা পড়ছে বিজেপিতে নাকি। আর এই ঘটনাকে উত্তাল এলাকা। মাজনার বিভিন্ন বুথে এই অভিযোগ। ভোটদাতাদের একাংশের অভিযোগ, ইভিএমে ভোট দিলেই তা বিজেপিতে পড়ছে। ভোটকেন্দ্রের দরজা বন্ধ রাখা হয়েছে। ভোটকেন্দ্রে জড়ো হয়েছেন প্রচুর মানুষ। ইভিএমে কারচুপির ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান আপাতত বন্ধ। ইভিএম বদলের দাবিতে চলছে ভোটারদের বিক্ষোভ।

রাত থেকেই এলাকার দখল নিয়েছি, অ্যাকশন হচ্ছে

রাত থেকেই এলাকার দখল নিয়েছি, অ্যাকশন হচ্ছে

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাত থেকেই এলাকার দখল নিয়েছি, অ্যাকশন হচ্ছে। শনিবার প্রথম দফার ভোট কেমন চলছে, সে প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "রাত্রে কিছু পাকিস্তানি ফুলবাড়িতে গোলমাল করেছে। পটাশপুরে ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। ওদের কোনও রাজনৈতিক কর্মী বলে আমি মনেই করি না।" এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

English summary
cpim candidate himanshu das complains for vote dispute against tmc-bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X