For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ দিনের কাজের টাকা কেন মিলছে না! কেন্দ্রীয় দলের গাড়ি আটকে বিক্ষোভ-উত্তেজনা

১০০ দিনের কাজের টাকা কেন মিলছে না! কেন্দ্রীয় দলের গাড়ি আটকে বিক্ষোভ-উত্তেজনা

  • |
Google Oneindia Bengali News

বিক্ষোভের মুখে কেন্দ্রীয় টিম! আবাস দুর্নীতি নিয়ে একের পর কেলেঙ্কারি সামনে এসেছে। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদল। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখার কথা রয়েছে। আর এর মধ্যেই বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভগবানপুরে। আর এই ঘটনা সামনে আসার পরেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এমনকি পৌঁছেছেন বিডিও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও।

আটকে রাখা হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে

আটকে রাখা হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে

বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা তমলুক পৌঁছে যান। সেখানে প্রশাসনিক বৈঠক করার পরেই জেলা সফরে বের হন। আর এরপরেই ভগবানপুরে গ্রামের মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় দলকে। গাড়ি আটকে রেখে চলে বিক্ষোভ। বিক্ষোভকারী গ্রামের মানুষের দাবি, গত তিন বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ১০০ দিনের কাজের কোনও টাকা তাঁরা পাননি বলে অভিযোগ। দিনের পর দিন কাজ করেও সেই টাকা পাচ্ছেন না বলে দাবি বিক্ষোভকারীদের। আর এই টাকা দ্রুত দেওয়ার দাবিতেই চলে এই বিক্ষোভ।

ছুটে আসেন বিডিও

ছুটে আসেন বিডিও

প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। যার জেরে থমকে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের জেলা সফর। যদিও ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় বিডিও এবং জেলার অন্যান্য সদস্যরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তাঁরা। এমনকি বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। তাঁদের দাবি কেন্দ্রকে জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়। কিন্তু এরপরেও বিক্ষোভ থামানো যায়নি বলে অভিযোগ। দফায় দফায় বিক্ষোভ চলে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

বাংলায় কেন্দ্রীয় দল, সরব মমতা

বাংলায় কেন্দ্রীয় দল, সরব মমতা

বাংলায় আবাস যোজনা দুর্নীতি প্রকাশ্যে এসেছে। আর তা সামনে আসার পরেই নড়েচড়ে বসে গ্রামোন্নয়ন মন্ত্রক। আর এরপরেই বাংলায় টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে ছয় সদস্যের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে। যদিও ১০০ দিনের কাজে টাকা দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে জিএসটির বকেয়া টাকাও। এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছিলেন তিনি। তিনি বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে আবারও কেন্দ্রকে নিশানা করেছেন। মমতার বক্তব্য, রাজনীতি করা হচ্ছে।

কী বলছেন ফিরহাদ

কী বলছেন ফিরহাদ

অন্যদিকে রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমের। তিনি বলেন, বিজেপি নেতারা কেন্দ্রকে নাচাচ্ছে আর দুর্ভাগ্য ভাবে কেন্দ্রীয় সরকার নাচছে। আবাস যোজনায় কোনো দুর্নীতি হয়নি। নাম যার থাকুক না কেন টাকা ছাড়ার আগে খুঁটিয়ে দেখতেই হয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র নির্দেশে খুঁটিয়ে দেখা হচ্ছে। আবাস যোজনা দুবছর থেকে টাকা দেয়নি। রাজ্যের সরকারের রিপোর্ট নিয়ে বিজেপি নাচছে আর কেন্দ্রীয় সরকার ও নাচছে। সমস্ত খুঁটিয়ে দেখছে রাজ্য সরকার।

English summary
clash at purba medinipur as central team reached there, people agitates for 100 days work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X