For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভিন্ন জায়গা থেকে মিলছে অশান্তির খবর: খেজুরিতে বিজেপি বুথ সভাপতি থেকে কর্মীদের উপর হামলা

রাত পোহালেই প্রথম দফা। আর ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোটা এবার চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই প্রথম দফা। আর ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোটা এবার চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।

রেকর্ড ভেঙে কেন্দ্রীয় বাহিনী এসেছে বাংলায়। প্রথম দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই রয়েছে রাজ্য পুলিশও। স্পর্শকাতর এলাকাগুলিতে চলছে টহলদারি। এরই মধ্যে ভোটের আগের রাতে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুরেও।

অধিকারী গড়ে আক্রান্ত বিজেপি

অধিকারী গড়ে আক্রান্ত বিজেপি

প্রতগম দফার ভোট রয়েছে খেজুরিতে। গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গাতে থেকে অশান্তির খবর আসছিল। জানা যাচ্ছে, নতুন করে উত্তেজনার খবর ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের খেজুরির বালিবস্তি এলাকায় ২১০ নং বুথে বিজেপি বুথ সভাপতি অমিত পাত্র এবং কর্মী সুমন জানার ওপর ধারালো অস্ত্র এবং তরোয়াল নিয়ে আচমকা হামলা হয়েছে বলে খবর। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের দিকে। গুরতর আহত বিজেপির দুজন। দুজনের হাত তরোয়ালের আঘাতে রক্তাক্ত বলে জানা যাচ্ছে। আহতরা স্থানীয় জনকা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা।

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে ঘটনা। রাতেই এরিয়া ডোমিনেশনের কাজ করছে বাহিনী। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।

ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর

ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর

ভোট গ্রহণের আগের রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আতংকের পরিবেশ। বিজেপির অভিযোগ, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে শাসকদল তৃণমূল। ভোটের আগে বহিরাগত দুস্কৃতিদের জড়ো করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। তাঁরাই এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি শাসকদলের। তাঁদের পালটা দাবি, আদি বনাম নব্যের কারনেই এই ঘটনা ঘটেছে।

গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তেজনা

গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তেজনা

শুক্রবার একটা বিশাল অংশে ভোট রয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুর, খেজুরিতে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ভোট গ্রহণের আগের রাতেই উত্তেজনা, আতংকের ছবি।

ভোটের আগে মাও আতঙ্ক

ভোটের আগে মাও আতঙ্ক

তুলসিডি গ্রামে আগুনে ভস্মীভূত গাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থেকে অশান্তির খবর আসছে। জানা যাচ্ছে, তুলসিডি গ্রামের মধ্যে যে জঙ্গল রয়েছে সেখানে রহস্যজনক আগুনে ভস্মীভূত একটি গাড়ি। জানা যাচ্ছে, যেখানে ঘটনাটি ঘটেছে কিছুটা দূরেই বুথ। সেই বুথেই ভোটকর্মীদের নামিয়ে ফেরার পথে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। গাড়ি লক্ষ্য করে রাসায়নিক ছুড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। মাওবাদী কায়দাতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

English summary
ahead of west bengal assembly election 2021 clash at medinipur khejuri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X