For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর বাড়ি কাঁথির 'শান্তিকুঞ্জে'র দরজায় ফের সিআইডি! হল ভিডিওগ্রাফি, প্রতিক্রিয়া জানালেন ভাই দিব্যেন্দু

শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (subhabrata chakraborty) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কাঁথির (contai) শান্তিকুঞ্জের (shantikunja) দরজায় ফের সিআইডি (cid)। এনিয়ে ১৪ জুলাইয়ের পরে দ্বি

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (subhabrata chakraborty) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কাঁথির (contai) শান্তিকুঞ্জের (shantikunja) দরজায় ফের সিআইডি (cid)। এনিয়ে ১৪ জুলাইয়ের পরে দ্বিতীয়বার সেখানে গেলেন সিআইডি আধিকারিকরা। তাঁরা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলেন।

Recommended Video

শুভেন্দু অধিকারীর বাড়ি কাঁথির শান্তিকুঞ্জে ফের সিআইডি |Oneindia Bengali
চারদিনে দ্বিতীয়বার শান্তিকুঞ্জে সিআইডি

চারদিনে দ্বিতীয়বার শান্তিকুঞ্জে সিআইডি

প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী স্বামীর মৃত্যুতে খুনের অভিযোগ করার পরে খুব তাড়াতাড়ি সিআইডি তদন্তে নামে। ১৪ জুলাই শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তি কুঞ্জে প্রথববার যায় সিআইডির দল। এদিনও সকালে সেখানে যান সিআইডির আধিকারিকরা। শান্তিকুঞ্জের পাশে একটি বাড়িতে দেহরক্ষীদের থাকার জায়গা রয়েছে। এদিন সেখানে যান তদন্তকারীরা। সেখান থেকে শান্তিকুঞ্জের গেটের দূরত্ব মেপে দেখেন তাঁরা। এছাড়াও দেহরক্ষীরা সেখানে কীভাবে থাকেন, তাও খতিয়ে দেখেন তদন্তকারীরা।

তদন্তের ভিডিওগ্রাফি

তদন্তের ভিডিওগ্রাফি

দেহরক্ষীরা যে বাড়িটেতে থাকেন, সেই বাড়িতে যে ঘরে শুভব্রত থাকতেন, সেই ঘরেও এদিন যান তদন্তকারীরা। পুরো বাড়িটি বেশ কিছুক্ষণ ধরে ঘুরে দেখেন তাঁরা। এদিন পুরো তদন্তের ভিডিওগ্রাফি করা হয়। বুধবারের মতো এদিন তাঁদের সঙ্গে ছিলেন, তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

২০১৮-র ১৩ অক্টোবর মাথায় গুলি

২০১৮-র ১৩ অক্টোবর মাথায় গুলি

দেহরক্ষীদের যে থাকার জায়গা রয়েছে, সেখানে, ২০১৮-র ১৩ অক্টোবর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলিবিদ্ধ হন সেইসময়কার দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। পরের দিনই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মধ্যে প্রায় আড়াই বছর কোনও অভিযোগ না উঠলেও, গত ৭ জুলাই শুভব্রতর স্ত্রী থানায় গিয়ে শুভব্রতকে ষড়যন্ত্র করে খুন করার অভিযোগ দায়ের করেন। এরপরেই দ্রুত তদন্ত শুরু করে সিআইডি।

দিব্যেন্দু অধিকারীর প্রতিক্রিয়া

দিব্যেন্দু অধিকারীর প্রতিক্রিয়া

এদিন সিআইডি অধিকারীকদের তরফে যেমন তদন্ত অধিকারী পরিবার সহযোগিতা করছে বলে জানিয়েছেন, অন্যদিকে পরিবারের অন্যতম সদস্য তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁরা প্রত্যেকটি ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করছেন। ভবিষ্যতের তা করে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

মোদীর সঙ্গে বৈঠক পাওয়ারের, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল বলা এনসিপি প্রধানের অবস্থান ঘিরে জল্পনামোদীর সঙ্গে বৈঠক পাওয়ারের, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল বলা এনসিপি প্রধানের অবস্থান ঘিরে জল্পনা

English summary
CID again goes to Suvendu Adhikari's house at Contai Shantikunja to enquire unnatural death of body guard
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X