আদিবাসীদের কোনও উন্নয়ন করেনি মমতার সরকার, তোপ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার
পশ্চিমবঙ্গে আদিবাসীদের কোনও উন্নয়ন করেনি সরকার। একমাত্র বিজেপি ক্ষমতায় এলেই তাঁদের প্রকৃত উন্নয়ন সম্ভব।' বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলতে এবং তাঁদের অভাব অভিযোগ শুনে এমনই মন্তব্য করেন ঝাড়খণ্ড এর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রের আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী অর্জুন মুন্ডা।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি শমিত কুমার দাস সহ বিজেপি দলের অন্যান্য নেতারা। সেখানেই তিনি কথা বলেন মানুষের সাথে।
এর পরেই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা জানান, আদিবাসীরা এখনও অবহেলিত বঞ্চিত। জঙ্গলমহলের আদিবাসী সমাজের মানুষেরা এখনও উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি থেকে তারা বঞ্চিত। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে তাদের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই প্রকল্পগুলিকে বাস্তবে রূপায়ন করেননি।
তার কথায়, আগামী দিনে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের উন্নয়নে কাজ হবে। আদিবাসীদের বঞ্চিত থাকতে হবে না। তিনি আদিবাসী মানুষদের বিজেপির পাশে থাকার আহ্বান জানান।
সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত সরকার। এই সরকারের বিরুদ্ধে সকলকে লড়াই করতে হবে। তিনি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন মানুষের কাছে। সেই সঙ্গে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার আদিবাসীদের উন্নয়নে কি কি প্রকল্প চালু করেছে তাও বিস্তারিতভাবে আদিবাসী মানুষদের জানান।
মহুয়ার 'দুই পয়সার প্রেস' মন্তব্যের জের, বিবৃতি জারি কলকাতা প্রেস ক্লাবের