For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল বিজেপি! শুভেন্দু গড়ে সমবায় নির্বাচনে বিপুল জয় গেরুয়া শিবিরের

সকাল থেকে তুমুল উত্তেজনার মধ্যে সমবায় সমিতির নির্বাচন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় সমিটির নির্বাচনে সকাল থেকে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোট করার অ

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকে তুমুল উত্তেজনার মধ্যে সমবায় সমিতির নির্বাচন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় সমিটির নির্বাচনে সকাল থেকে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোট করার অভিযোগ করেছে। দুপক্ষের সংঘর্ষও হয়েছে। তবে ফলাফলের নিরিখে বিপুল জয় পেয়েছে বিজেপি।

সকাল থেকেই উত্তেজনা

সকাল থেকেই উত্তেজনা

রবিবার সকাল থেকেই নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এলাকায় লাঠি ও বাঁশ নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে তেড়ে যায় বলে অভিযোগ। একে অপরের বিরুদ্ধে হামলা এবং বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগও তোলে।
তৃণমূলের অভিযোগ, বিজেপি বহিরাগতদের এনে স্থানীয়দের ভোট দিতে বাধা দিচ্ছে। পাল্টা বিজেপি অভিযোগ শান্তিপূর্ণ নির্বাচনে বাধা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।

 ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূলের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ অভিযোগ করেছিলেন, বিজেপি বহিরাগতদের জড়ো করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের দাবি তোলে তৃণমূল কংগ্রেস।

পাল্টা অভিযোগ বিজেপির

পাল্টা অভিযোগ বিজেপির

স্থানীয় বিজেপি নেতা মেঘনাথ পাল তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, শান্তিপূর্ণ নির্বাচনকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলই বহিরাগতদের এনে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
ভোট গ্রহণের সময় দুপক্ষের বচসা ও হাতাহাতি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১১-১-এ জয়

১১-১-এ জয়

শেষে অবশ্য জয়ের হাসি বিজেপির। ভেকুটিয়া সমবায় সমিতির ক্ষমতা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। ১২ টি আসনের মধ্যে বিজেপি ১১ টি আসন দখল করে। তৃণমূল পায় মাত্রা একটি আসন। বিজেপির তরফে জানানো হয়েছে তৃণমূল এই একটি আসন মাত্র ১ ভোটে জয়ী হয়েছে। তাদের আরও দাবি, স্বচ্ছ নির্বাচন হলে এই আসনটিও পেত না তৃণমূল কংগ্রেস। বিজেপির আরও দাবি এই জয় এলাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
গত ২১ অগাস্ট নন্দীগ্রাম ২ নং নম্বর ব্লকের ভানু ভুঁইয়া-বিরুলিয়া-ঘোলপুকুর সমবায় সমিতির ৫২ টি আসনের সমবায় নির্বাচনে একটিও আসন পায়নি বিজেপি । ৫১ টি আসনে জয়লাভ করে যথেষ্টই উচ্ছ্বসিত ছিল তৃণমূল । তবে আজকের ১২ আসনের সমবায়ের ভোটে ১১ আসনে জয়লাভ করে গত সমবায়ের ভোটে হেরে যাওয়ার মোক্ষম জবাব তৃণমূলকে দিতে পেরেছে বলেই মনে করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।

সমবায় নির্বাচন নিয়ে অস্বস্তি তৃণমূলের মধ্যে

সমবায় নির্বাচন নিয়ে অস্বস্তি তৃণমূলের মধ্যে

একেতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা, অন্যদিকে সেখানে তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব। নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা জেলাপরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের সঙ্গে বিবাদ তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান তীযুষ ভুঁইয়ার। দুই গোষ্ঠীই এই নির্বাচনে আলাদা করে মনোনয়ন জমা দেয়।

দুর্গা পুজোর তিন দিন সারা রাত চলবে মেট্রো! প্রথম ও শেষ মেট্রো কখন, একনজরেদুর্গা পুজোর তিন দিন সারা রাত চলবে মেট্রো! প্রথম ও শেষ মেট্রো কখন, একনজরে

English summary
BJP win 11 seats among 12 in Vekutia Co operative in Nandigram defeating TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X