সৌমিত্রকে বিজেপির টিকিটে জিতিয়েছিলেন শুভেন্দুই, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বিজেপি নেতা
বিজেপির টিকিটে বিষ্ণুপুরে তাঁকে জিতিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার কাঁথিকে শুভেন্দুর রোড শোয়ের সিংহভাগ জুড়ে ছিলেন তিনি। শুভেন্দুর রোড শো সফল করার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সৌমিত্র। সভা মঞ্চে প্রকাশ্যে সৌমিত্রের প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। সৌমিত্র আগেই বিজেপিতে যোগ দিয়ে তাঁকে পথ দেখিয়েছিল। এবং বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত সৌমিত্র অনেক সাহায্য করেছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

জিতিয়ে ছিলেন শুভেন্দু
তখনও তৃণমূল কংগ্রেস ছাড়েননি শুভেন্দু অধিকারী। তারমধ্যেই বিষ্ণুপুরে বিজেপির টিকিটে সৌমিত্র খানকে জিতিয়ে ছিলেন শুভেন্দু। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি যুব মোর্চা সভাপতি। অর্থাৎ শুভেন্দু যে আগে থেকেই বিজেপিতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে সৌমিত্র খাঁর এই বক্তব্যে।

পদ্মফুটিয়ে ঘুমাব
বৃহস্পতিবার কাঁথির সভা মঞ্চ থেকে শাসক দলকে একের পর এক বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা সরকারকে হুঙ্কার দিয়ে শুভেন্দু বলেছেন, মেদিনীপুরে ৩৫-এ ৩৫ আনব, পদ্মফুটিয়ে তবেই ঘুমাতে যাব। আসল খেলা দেখাব আদর্শ আচরণ বিধি লাগু হলে। একের পর এক বিজেপি নেতার কেচ্ছা ফাঁসের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। অধিকারীরাই তৃণমূল কংগ্রেসকে মেদিনীপুরে প্রথম করেছিল সেটা প্রমাণ করে দেবেন বসে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে মমতার সভা
৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিন ৮ জানুয়ারি নন্দীগ্রামে পাল্টা সভা করবেন শুভেন্দু। সেদিন মমতার সব কথার জবাব তিনি দিয়ে দেবেন বলে জানিয়েছেন। কার সভায় কত লোক হয় তা দেখিয়ে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল নন্দীগ্রামের সভায় এক প্রকার শক্তি প্রদর্শন করেছেন শুভেন্দু। জনজোয়ারে ভেসে গিয়েছে কাঁথি। মমতাকে বুঝিয়ে দিয়েছেন পরবর্তীকালে কী ঘটতে চলেছে বাংলায়।

সুজাতার আক্রমণ
সৌমিত্র যখন শুভেন্দুর গুণগানে মগ্ন ঠিক তখনই পূর্বস্থলীতে তৃণমূলের সভামঞ্চ থেকে শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক আক্রমণ শানিয়েছেন সুজাতা। শুভেন্দু যেখানেই দাঁড়াবেন সেখানেই তাঁকে জামানত জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র পত্নি। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তারপরেই সুজাতাকে ডিভোর্স নোটিস পাঠান সৌমিত্র।