For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রান্নার গ্যাসের দামে আগুন, উনুনেই ভরসা রাখছে জঙ্গল মহল

রান্নার গ্যাসের দামে আগুন, উনুনেই ভরসা রাখছে জঙ্গল মহল

Google Oneindia Bengali News

গরিব মানুষের কথা ভেবে মোদী সরকার উজ্বাল প্রকল্প চালু করেছিল। তাতে কম দামে গরিব মানুষকে রান্নার গ্যাস দেওয়া হচ্ছিল। কিন্তু সেই রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে এখন ১ হাজার ছাড়িয়ে গিয়েছে। কাজেই রান্নার গ্যাসের ব্যবহার এখন বিলাসিতার পর্যায়ে পৌঁছে গিয়েছে গরিব মানুষের। জঙ্গল মহল ৩৩ শতাংশ কমে গিয়েছে রান্নার গ্যাসের ব্যবহার। আবার সেই পুরনো উনুেনই নির্ভর করছেন গরিব মানুষ। এটাই কি মোদীর আচ্ছে দিন।

অগ্নিমূল্য রান্নার গ্যাস

অগ্নিমূল্য রান্নার গ্যাস

রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। গত কয়েক মাসে প্রায় ২৫০ টাকা বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। ১০০০ টাকা ছাড়িয়ে ছুটছে দাম। মধ্যবিত্তের হেঁসেলে আগুন। লাগাতার রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে সাধারণ মানুষের। গরিব মানুষের অবস্থা আরও খারাপ। মেপে মেপে জ্বালািন খরচ করতে হচ্ছে তাঁদের। এই িনয়ে বিরোধীদের িনশানার মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে।

গ্যাসের ব্যবহার ৩৩ শতাংশ কমেছে জঙ্গলমহলে

গ্যাসের ব্যবহার ৩৩ শতাংশ কমেছে জঙ্গলমহলে

মোদী ক্ষমতায় আসার পর গরিব মানুষের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দিতে তৎপর হয়েছিল। সেকারণে চালু করেছিলেন উজ্বলা প্রকল্প। তাতে কম দামে গরিব মানুষকে রান্নার গ্যাস দেওয়া হচ্ছিল। করোনা লকডাউনের সময় এই প্রকল্পে রান্নার গ্যাস পেয়েছেন গরিব মানুষ। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে বাস্তবে রান্নার গ্যাসের দাম এতটাই বেড়ে গিয়েছে যে প্রকল্পের আওতায় থেকেও রান্নার গ্যাসের দাম দিতে হিমসিম খাচ্ছেন গরিব মানুষ। তাই এক প্রকার বাধ্য হয়েই তাঁরা উনুেন রান্নার পথ বেছে নিয়েছেন। সমীক্ষা রিপোর্ট বলছে জঙ্গল মহলে ৩৩ শতাংশ রান্নার গ্যাসের ব্যবহার কমেছে।

দামে পকেটে টান

দামে পকেটে টান

জঙ্গল মহলের প্রায় সাড়ে তিন হাজার পরিবারের উপরে সমীক্ষা চালানো হয়েছিল। তাতে প্রকাশ্যে এসেছে করুন সত্যিটা। জঙ্গলমহলের অধিকাংশ বাড়িতেই এখন আবার উনুনে রান্না শুরু হয়েছে। গরিব মানুষ সেই জঙ্গল থেকে পাতা কাঠ নিয়ে এসে রান্না করছেন। কারণ তাঁদের কাছে এখন বহু মূল্য রান্নার গ্যাস। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের পরিবর্তে আগের মত উনুনে রান্না করাতেই তাঁরা বেশি পছন্দ করছেন। একটি সিলিন্ডারের জন্য হাজার টাকা তাঁরা দিতে নারাজ। তার উপরে দাম কমাতো দূরের কথা প্রতিিনয়ত আরও দাম বেড়ে চলেছে।

মুদ্রাস্ফীতি চরমে

মুদ্রাস্ফীতি চরমে

শুধু রান্নার গ্যাস নয় সব জিনিসের দাম হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে। আজ থেকেই প্যাটেক জাত দুধ, পনির, আটা, ময়দা সব কিছুর উপরে অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি চেপেছে। তার জেরে প্রায় সব জিিনসের দাম বেড়ে গিয়েছে। তাতে আরও চাপ বাড়ছে সাধারণ মানুষের উপরে। প্রধানমন্ত্রী মোদীর আচ্ছে দিন িনয়ে বিরোধীরা সরব হয়েছেন।

মোবাইল, ল্যাপটপ মেরামতের বদলে নতুন কেনাই বুদ্ধিমানের কাজ! কী বলছে সমীক্ষার রিপোর্ট মোবাইল, ল্যাপটপ মেরামতের বদলে নতুন কেনাই বুদ্ধিমানের কাজ! কী বলছে সমীক্ষার রিপোর্ট

English summary
Jungle Mahal reduced LPG cylinder use
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X