For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রৌপদী মুর্মু'র নাম করে আগেও কু-মন্তব্য অখিল গিরি'র! ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন মন্ত্রী

রাজনীতিতে কথার কাঁটায় বিদ্ধ করার প্রবণতা এই প্রথমবার নয়! অখিলের মুখেই কখনো তা লঙ্ঘন করছে শালীনতার সীমাও। বিতর্কের মধ্যেই রাজ্যের মন্ত্রী অখিল গিরির আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নয়া বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

রাজনীতিতে কথার কাঁটায় বিদ্ধ করার প্রবণতা এই প্রথমবার নয়! অখিলের মুখেই কখনো তা লঙ্ঘন করছে শালীনতার সীমাও। বিতর্কের মধ্যেই রাজ্যের মন্ত্রী অখিল গিরির আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নয়া বিতর্ক তৈরি হয়েছে। নতুন ভিডিওতে একেবারে নাম করে দ্রৌপদী মুর্মু এবং মনোজ টিগ্গার নাম ধরে একই ভাবে আক্রমণ শানাতে শোনা যাচ্ছে কারাগার মন্ত্রী অখিল গিরিকে।

একের পর এক ভিডিও সামনে আসতেই নয়া বিতর্ক তৈরি হয়েছে। কেন তৃণমূল সরকার অখিল গিরির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না তা নিয়ে কড়া আক্রমণ বিজেপি সহ সমস্ত বিরোধীদের। যা নিয়ে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।

ভিডিওটি গত ২৭ অক্টোবর

ভিডিওটি গত ২৭ অক্টোবর

নতুন করে ভাইরাল হওয়া ভিডিওটি গত ২৭ শে অক্টোবরের। যেখানে নন্দীগ্রামের ঘর চক্রবেড়িয়ার একটি স্মরণ সভাতে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে অখিল গিরিকে। আর সেখানেই তিনি একেবারে রাষ্ট্রপতির নাম নিয়ে কু-মন্তব্য করতে শোনা যাচ্ছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুর রাজনৈতিক মহলে। যদিও নতুন করে ভাইরাল হওয়া ভিডিওটি যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

সরাসরি নাম নিয়েই আক্রমণ করে বসেছিলেন

সরাসরি নাম নিয়েই আক্রমণ করে বসেছিলেন

তবে ২৭ অক্টোবর নন্দীগ্রামের গড় চক্রবেরিয়াতে ভূমি উচ্ছেদ কমিটির সভায় সরাসরি নাম নিয়েই আক্রমণ করে বসেছিলেন অখিল গিরি। বলেছিলেন, তোমার দ্রৌপদী মুর্মু-মোনোজ টিগ্গাকে কেমন দেখতে? শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন অখিল গিরি। রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে করা মন্তব্যে তোলপাড় দেশ। কারামন্ত্রী বলেছিলেন, কি রূপসী, দেখতে কি ভালো, আমরা রূপের বিচার করিনা, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি, কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? এই মন্তব্যের পরেই ওঠে ঝড়।

 চিঠি লিখছেন অখিল গিরি

চিঠি লিখছেন অখিল গিরি

বিভিন্ন রাজনৈতিক মহলে ওঠে তীব্র নিন্দার ঝড়। কিন্তু বারবার এভাবে রাষ্ট্রপতিকে অপমান! কীভাবে? প্রশ্ন বিরোধীদের। যদিও জানা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ক্ষমা চেয়ে চিঠি লিখছেন অখিল গিরি। তবে কবে সেই চিঠি লিখবেন তা আগামিদিনে সবাই জানতে পারবে বলেও জানিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, যে সভায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি সম্পর্কে কু-মন্তব্য করেছেন অখিল গিরি সেখানে একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিল। যদিও বিতর্কের পর তৃণমূলের স্পষ্ট বার্তা, দল এহেন মন্তব্যকে সমর্থন কখনই করে না। ফলে রীতিমত চাপের মুখে রাজ্যের মন্ত্রী।

English summary
Akhil giri attacked draupadi murmu earlier also, Minister sends letter to president to apologize
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X