For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবর্তন স্লোগানটাও চুরি করেছে ওরা! টুকলি বাজ বলে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

পরিবর্তন স্লোগানটাও চুরি করেছে ওরা!নতুন কিছু করার ক্ষমতা নেই। শুধু চুরি আর চুরি। আর আমাদের বলে কিনা আমরা চুরি। কেশিয়ারিতে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • |
Google Oneindia Bengali News

ভাঙা পা নিয়েই প্রচারে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় প্রচণ্ড রোদ আর পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে ব্যাক টু ব্যাক সভা করে চলেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক সভা করছেন তিনি। তেমনই কেশিয়াড়িতে দ্বিতীয় সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই সভা থেকেই একদিকে উন্নয়নের কথা বললেন অন্যদিকে বিজেপিকে কার্যত তুলোধনা করলেন। বিজেপিকে ভণ্ডামি আর দুর্নীতির দোকানদার বলে মন্তব্য করলেন। শুধু তাই টুকলিবাজ বলেও কটাক্ষ!

পরিবর্তনের স্লোগান চুরি করেছে ওরা!

পরিবর্তনের স্লোগান চুরি করেছে ওরা!

এদিন কেশিয়াড়ির সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ওরা সব চুরি করছে আর তৃণমূলকে বদনাম করছে। পরিবর্তন স্লোগানটাও চুরি করেছে ওরা। এটা তো আমাদের স্লোগান। আমরা প্রথম পরিবর্তনের কথা বলি। আর আজ বিজেপি নেতারা সেই স্লোগান চুরি করে বাংলায় নাকি পরিবর্তন করবে। আমি থাকতে তা কখনও হবে না বলে হুঁশিয়ারি মমতার। তিনি আরও বলেন, বাংলা জিতলেই দিল্লি ঝাঁপাবো, দিল্লিছাড়া করব। বিজেপি ভাবছে দেশে বিরোধী শক্তি তৈরি হয়ে যাবে। তাই বাংলা দখলের চেষ্টা। তোপ দাগলেন মমতা।

উন্নয়নের ধারা বজায় রাখতে চাইলে ভোট দিন তৃণমূলকে

উন্নয়নের ধারা বজায় রাখতে চাইলে ভোট দিন তৃণমূলকে

যদি বিনা পয়সায় রেশন পেতে হয়, স্বাস্থ্যসাথী পেতে হয়, বিধবা ভাতা পেতে হয় তবে একটা ভোটও বিজেপিকে নয়। যদি ১০ লক্ষ টাকার স্টুডেন্ট কার্ড পেতে হয়, মেয়েদের সম্মান পেতে হয়, ৫০০ টাকা প্রতিমাসে পেতে হয় তবে বিজেপিকে একটা ভোটও দেবেন না। সমস্ত ভোট তৃণমূলকে দেওয়ার কথা বললেন মমতা। জোড়াফুল ছাড়া আর কাউকে ভোট দেবেন না বলে দাবি তৃণমূল নেত্রীর।

ভোট না দিলে বাদ যেতে পারে নাম!

ভোট না দিলে বাদ যেতে পারে নাম!

এদিন বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তিনি বলেন, যাঁরা বাইরে কাজ করেন তাঁরা ভোটের দিন বাড়িতে ফিরে ভোট না দিলে তাদের নাম বাদ দিয়ে দেবে ওরা। শুধু তাই নয়, মমতা আরও বলেন, আমি বাংলায় এনপিআর করতে দিইনি। বিজেপির একটা নতুন গেমপ্ল্যান আছে। নাম এনপিআর। যাকে আমরা এনআরসি বলি : মমতা

উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা

উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা

এখনও পর্যন্ত কি কি উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে সেই সংক্রান্ত একটি খতিয়ান এদিন সাধারণ মানুষের কাছে তুলে ধরেন দলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, একাধিক উন্নয়ন হয়েছে। ফের ক্ষমতায় ফিরলে আরও হবে। তিনি বলেণ, ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। তাজপুর সুম্রদ্র বন্দর হলে কর্মসংস্থান হবে। বহু মানূষ কাজ পাবেন। অন্যদিকে, পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের নামে ক্রেডিট কার্ড, কাউকে গ্যারান্টার হতে হবে না। সাফ জানিয়ে দেন মমতা। এছাড়াও ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে হাত খরচ দেওয়ার কথাও এদিন ফের একবা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা-শুভেন্দুদের ডুয়েলে বড় ফ্যাক্টর হতে পারে কোন ভোটব্যাঙ্ক, আরও এক 'পরিবর্তন' একুশের জমি তাতাচ্ছে মমতা-শুভেন্দুদের ডুয়েলে বড় ফ্যাক্টর হতে পারে কোন ভোটব্যাঙ্ক, আরও এক 'পরিবর্তন' একুশের জমি তাতাচ্ছে

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
ahead of west bengal assembly election 2021 mamata banerjee meeting at medinipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X