For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁথিতে শুভেন্দু গড়ে সভা অভিষেকের, সারা হল খুঁটিপুজো

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

শুভেন্দুর গড়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তারই আগে জাঁকজমক করে খুঁটিপুজো সেরে নিলেন তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকরা। জানা গিয়েছে, জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারির ৬ তারিখ কাঁথির দইসাই মাঠে তৃণমূলের সভা। বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ তৈরির আগে শনিবার খুঁটিপুজো করলেন তৃণমূল নেতা কর্মী ও আয়োজকরা। হিন্দু শাস্ত্র মতে রীতিমতো ব্রাহ্মণ ডেকে শাঁখ কাঁসর ঘণ্টা বাজিয়ে খুঁটি পুজো সারা হল।

কাঁথিতে সভা অভিষেকের, সারা হল খুঁটিপুজো

বাংলায় দুর্গাপুজোর আগে খুঁটিপুজোর চল ছিল না। থিমের পুজোর হিড়িক শুরু হওয়ার পর খুঁটিপুজো নিয়ে জাঁকজমক বাড়ে। কলকাতা থেকে তা ছড়িয়ে পড়েছে জেলায়, পাড়ায়। ইদানীং সম্ভবত একুশের সভার আগেও খুঁটিপুজো হয়। এবার সেটাই ছড়াচ্ছে জেলাতেও। কোনও রাজনৈতিক সভার আগে এমন খুঁটিপুজো আগে দেখেনি কাঁথি। একেই চলতি রাজনৈতিক পরিস্থিতিতে সরগরম অধিকারীদের খাসতালুক।

জাঁকজমকের খুঁটি পুজো তাতে বাড়তি মাত্রা যোগ করল। আর সেই খবরেই শোরগোল পড়েছে পূর্বমেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। কটাক্ষ-পাল্টা কটাক্ষ শুরু হয়েছে সকাল থেকেই। বছর পাঁচেক আগে চণ্ডীপুরে সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মেরেছিলেন এক যুবক। তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

ঘটনা প্রসঙ্গে, সিপিএমের জেলা নেতা ঝড়েশ্বর বেরা বলেন, ''এ বার যাতে তেমন কিছু না ঘটে তার জন্য আগে থেকেই সাবধান হয়ে যাচ্ছে তৃণমূল। তাই মঞ্চ বাধার আগেই খুঁটি পুজো করে নিচ্ছে দল।' আবার বিজেপি বলছে' 'শুভেন্দুর গড়ে সভা করছেন অভিষেক। লোক টানার ব্যাপারে যথেষ্ট সন্দিহান তৃণমূল। তাই ভগবানকে ডাকা শুরু হয়ে গেছে। ঠাকুর ঠাকুর করে কিছু লোকজন যাতে জোটে।'

English summary
Abhishek Banerjee to rally in Suvendu Adhikari den in Contai on 6th February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X