For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাহাঙ্গিরপুরী কাণ্ডে প্রকট হচ্ছে বাংলা যোগ, মহিষাদল থেকে গ্রেফতার ৩ ভাই

জাহাঙ্গিরপুরী কাণ্ডে প্রকট হচ্ছে বাংলা যোগ, মহিষাদল থেকে গ্রেফতার ৩ ভাই

Google Oneindia Bengali News

জাহাঙ্গিরপুরীর হনুমান জয়ন্তীর সংঘর্ষের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হল। পূর্বমেদিনীপুরের মহিষাদল থেকে গ্রেফতার একই পরিবারের তিন ভাই। তাঁদের পরিবারকে জেরা করতে দিল্লি থেকে আসছে বিশেষ প্রতিনিধি দল। ধৃতরা হল আসলাম আলি, মুক্তার আলি এবং আসকর আলি। তাঁদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এসে পৌঁছে গিয়েছে।

জাহাঙ্গিরপুরীর ঘটনায় বাংলার যোগ

জাহাঙ্গিরপুরীর ঘটনায় বাংলার যোগ

প্রথম দিন থেকেই জাহাঙ্গীরপুরীর ঘটনায় বাংলার যোগ ধরা পড়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত আনারুলের বাড়ি পূর্বমেদিনীপুরের হলদিয়ায়। এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ তাঁরাও বাংলার বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বাড়ি তাঁদের। আসলাম আলি, মুক্তার আলি এবং আসকর আলি। এই তিনজনই একই পরিবারেল সদস্য। ইতিমধ্যেই তাঁদের পরিবারের লোকেদের জেরা করতে মহিষাদলে পৌঁছে গিয়েছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। জাহাঙ্গিরপুরীর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ধৃতদের মা আসপিয়া বিবি।

বঙ্গে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

বঙ্গে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

জাহাঙ্গিরপুরীর ঘটনায় বাংলার যোগ রয়েছে আগেই জানতে পেরেছিল পুলিশ। ক্রাইমব্রাঞ্চ তদন্তও শুরু করেছিল। এই ঘটনায় ধৃত তিন ভাইয়ের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তার অনুসন্ধানে মহিষাদলে হানা দিয়েছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের প্রতিনিধি দল। এ এস আই সুরেশ কুমারের নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের প্রতিনিধি দল গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু কথা তারা জানতে পেরেছে।

আনসারের সঙ্গে যোগ

আনসারের সঙ্গে যোগ

ধৃত তিন ভাইয়ের সঙ্গে জাহাঙ্গিরপুরীর ঘটনার মূল চক্রী আনসারের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মহিষাদল থানার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে ক্রাইম ব্রাঞ্চের দলটি হলদিয়ার সুতাহাটা থানাতেও যায়। আনসারের সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মহম্মদ আনসারের শ্বশুরবাড়ি হলদিয়া ব্লকের কুমারপুর গ্রামে। তার পাশেই নিজে বাড়ি করেছিল সে। সেখানে ১৫ দিন আগেই এসেছিল আনসার। সেই বাড়িেত কারা থাকত এবং কাদের রাখা হত তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

জাহাঙ্গিরপুরীতে যাচ্ছে তৃণমূলের দল

জাহাঙ্গিরপুরীতে যাচ্ছে তৃণমূলের দল

এদিকে আগামিকাল জাহাঙ্গিরপুরীতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই দলে থাকছে ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্ররা। তাঁরা সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে জাহাঙ্গিরপুরীতে সংখ্যা লঘু গরিব মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে। তাঁদের রুজি রোজগারে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে।প্রসঙ্গত উল্লেখ্য জাহাঙ্গিরপুরীতে বেআইনি উচ্ছেদ অভিযানে ২ সপ্তাহের স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

English summary
3 arrested from Mahishadal of Bengal in Jahangirpuri incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X