For Quick Alerts
For Daily Alerts
মিষ্টি খেতে ২০ হাজার দিলেই রেলে চাকরি!

বিষয়টি কী রকম? ২০১২ সালের ২৬ মে রেলের ছাপ মারা নিয়োগপত্র আসে কলকাতার বাসিন্দা তাপস বসুর কাছে। গ্রুপ-ডি পদে চাকরি। বেতন কত, কবে কাজে যোগ দিতে হবে, তা লেখা ছিল চিঠিতে। নীচে স্বাক্ষর ও সিলমোহর ছিল চিফ পার্সোনেল অফিসার এম স্বামীনাথনের। কিন্তু, নির্দিষ্ট দিনে রেলের অফিসে হাজিরা দিয়ে জানতে পারেন, এমন কোনও চিঠি তাঁকে ইস্যু করা হয়নি।
তাপসবাবু অবশ্য জানিয়েছেন, পাড়ার ছেলে খোকন দে তাঁকে বলেছিলেন, একটু মিষ্টি খাবেন। তাই ২০ হাজার টাকা দিতে হবে। সেই টাকা দিলে পরীক্ষা, ইন্টারভিউ কিছুই দিতে হবে না। এখন তাপসবাবু বুঝেছেন, তাঁকে ঠকানো হয়েছে। নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়েও সুরাহা হয়নি। এখন তাই সুবিচারের আশায় দৌড়ে বেড়াচ্ছেন তিনি।