For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শুধু মোদী নয়, ভাবনারও বদল দরকার', ব্রিগেডে হুঙ্কার যশবন্ত সিনহা

শনিবারের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে কার্যত মোদী বিরোধী জোটের ২০ জন জাতীয় স্তরের নেতাদের এক মঞ্চে তুলে ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

শনিবারের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে কার্যত মোদী বিরোধী জোটের ২০ জন জাতীয় স্তরের নেতাদের এক মঞ্চে তুলে ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া থেকে উপস্থিত রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমেত একাধিক নেতা। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি ছেড়ে আসা প্রাক্তন নেতা যশবন্ত সিনহা।

শুধু মোদী নয়, ভাবনারও বদল দরকার, ব্রিগেডে হুঙ্কার যশবন্ত সিনহা

এদিনের ভাষণে যশবন্ত সিনহা জানান, 'স্বাধীনতার পর এটাই প্রথম সরকার, যারা সংখ্যা নিয়ে কাঁটাছেড়া করেছে'। তাঁর দাবি, কোনও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নষ্ট করেতে ছাড়েনি মোদী সরকার। তিনি বলেন,'কেবলমাত্র একজনকেই সরাতে আমরা একজোট হইনি,একটি বিচারধারাকে সরাতে আমরা একজোট হয়েছি।' তাঁর দাবি, মোদী বনাম মমতা ইস্যু নয়, বা মোদী কেবল ইস্যু নয় , আসল ইস্যুকে এখানে তুলে ধরতে হবে। এদিন কাশ্মীর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে যশবন্ত সিনহা বলেন, 'আমাকে পাকিস্তানের এজেন্ট বলা হয়েছিল..আমি দু'দেশের সম্প্রীতির কথা বলেছিলাম বলে আমায় দেশদ্রোহী তকমা দেওয়া হয়।'

[আরও পড়ুন:'শুধু মোদী নয়, ভাবনারও বদল দরকার', ব্রিগেডে হুঙ্কার যশবন্ত সিনহা][আরও পড়ুন:'শুধু মোদী নয়, ভাবনারও বদল দরকার', ব্রিগেডে হুঙ্কার যশবন্ত সিনহা]

আবেগপ্রবণ বক্তৃতায় যশবন্ত সিনহা এদিন বলেন, 'আমার জীবনে আর কিছুই চাইনি , শুধু বাকি একটি লড়াই,একটাই লড়াই বাকি আছে যে, এই সরকারকে সরাতে হবে'। তাঁর দাবি,মোদী বিরোধী এই জোট থেকে কেবলমাত্র একটি মাত্র প্রার্থীর মুখকেই রাখা হোক বিজেপির বিরুদ্ধে , আর তাতেই শেষ হবে মোদী সাম্রাজ্য।

[আরও পড়ুন:ব্রিগেড মুখী গাড়ির ধাক্কা! গুরুতর আহত গোয়েন্দা প্রধান][আরও পড়ুন:ব্রিগেড মুখী গাড়ির ধাক্কা! গুরুতর আহত গোয়েন্দা প্রধান]

English summary
Yashwant Sinha at Brigade Meeting lauds against Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X