For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেক-সহ রাজ্যের মন্ত্রী-বিধায়কদের নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার এক মহিলা

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের নামের জাল লেটার হেড এবং বিশ্ব বাংলার লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ( cheating) অভিযোগ। এই ঘটনায় টালিগঞ্জ থেকে এক মহিলাকে (woman) গ্রেফতার (arrest) করা হয়েছে। অভিযুক্তের নাম মৌ

Google Oneindia Bengali News

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের নামের জাল লেটার হেড এবং বিশ্ব বাংলার লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ( cheating) অভিযোগ। এই ঘটনায় টালিগঞ্জ থেকে এক মহিলাকে (woman) গ্রেফতার (arrest) করা হয়েছে। অভিযুক্তের নাম মৌ গুহ(৩৫)। গত কয়েক মাস ধরে এই প্রতারণা চলছিল। আটজনের থেকে প্রায় ১২ লক্ষ টাকা প্রতারণা করা হয় বলে অভিযোগ।

অভিষেক-সহ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম করে প্রতারণা

অভিষেক-সহ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম করে প্রতারণা

মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক দেবাশিক কুমার ছাড়াও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতাকণা করেন মৌ গুহ, অভিযোগ এমনটাই। তাঁদের লেটারহেড এবং স্বাক্ষর জাল করা হয়।
প্রকাশিত খবর অনুযায়ী, অভিযুক্ত মৌ গুহ গিয়েছিলেন দিপালী মিত্র নামে এক বৃদ্ধার কাছে, হাত দেখাতে। সেখানেই মৌ গুহ বৃদ্ধাকে বলেন, ভাড়া বাড়িতে থাকবেন কেন, সরকারি কোটায় ফ্ল্যাটের বন্দোবস্ত তিনি করে দেবেন। তবে
তার জন্য কিছু টাকা লাগবে। অভিযোগ এরপর বৃদ্ধার কাছ থেকে ওই মহিলা ৯১ হাজার টাকা নেন। এছাড়াও দেবাশিস কুমারকে দেওয়ার নাম করে একটি সোনার চেনও নেন। এক্ষেত্রে বলেন, উনি (দেবাশিস কুমার) কোনও টাকা নেন না।
তাই তাঁকে চেন দিতে হবে। নিজেকে দেবাশিস কুমারের পিএ হিসেবেও পরিচয় দেয় মৌ গুহ।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটায় ফ্ল্যাট বন্টনের কথা বলে ফিরহাদ হাকিমের লেটার হেডে চিঠি দেওয়া হয় বলেও অভিযোগ। সেখানে অশোক স্তম্ভ ছাড়াও বিশ্ব বাংলার লোগোও ব্যবহার করা হয়।
এছাড়াও অরুণাভ মিত্রে নামে এক বৃদ্ধকে লোন করিয়ে দেওয়ার নাম করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের লেটার হেডে চিঠি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন ওই মহিলা।
সব মিলিয়ে ৬ জলের থেকে কমকরে ১২ লক্ষ নেন মৌ গুহ, অভিযোগ এমনটাই।

 টালিগঞ্জ থানায় অভিযোগ

টালিগঞ্জ থানায় অভিযোগ

মৌ গুহের গতিবিধি সন্দেহ হওয়ায় বৃদ্ধা দিপালী মিত্র টালিগঞ্জ থানায় যান। থানা থেকে মন্ত্রী-বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, যেসব নথি দেখানো হয়েছে তার সবই জাল। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়।

টালিগঞ্জ থানার হাতে অভিযুক্ত

টালিগঞ্জ থানার হাতে অভিযুক্ত

রবিবার টালিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত মৌ গুহকে গ্রেফতার করে। পাশাপাশি এই চক্রে আর কে কে জড়িত তার হদিশ পেতে চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্ত মৌ গুহকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
কতদিন ধরে সে এই প্রতারণা চক্র চালাচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।

সাবধান হতে অনুরোধ

সাবধান হতে অনুরোধ

এদিকে এই ঘটনার পরে তৃণমূলের মন্ত্রী-বিধায়করা এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সচেতন হতে বলেছেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, এভাবে কখনও ঋণ পাওয়া যায় না। তিনি পুলিশকে এব্যাপারে তদন্ত করে দেখতে বলেছেন।

গত বছরে প্লাবনের পরেও একই জায়গায় তাঁবু! অমরনাথে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক গাফিলতি?গত বছরে প্লাবনের পরেও একই জায়গায় তাঁবু! অমরনাথে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক গাফিলতি?

English summary
Woman named Mou Guha has been arrested for cheating lakhs of rupees in the name of ministers, legislators of tmc including Abhishek
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X