মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন থাইল্যান্ডের মহিলা, ভর্তি কলকাতার হাসপাতালে
মাঝ আকাশে বিমানের মধ্যে সন্তানের জন্ম দিলেন থাইল্যান্ডের বাসিন্দা এক তরুণী। কলকাতা বিমানবন্দর থেকে তড়িঘড়ি চার্নক হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবজাতক ও তার মাকে। জানা গিয়েছে সন্তান ও তার মা দুজনেই সুস্থ রয়েছেন।

বিমানবন্দর সূত্রের খবর, এদিন ভোর চারটে নাগাদ কাতার এয়ারওয়েজের বিমানে থাইল্যান্ডের বাসিন্দা তরুণী ওয়াসানা ফ্রমকাসিকর্ন প্রসব যন্ত্রনায় কাতরাতে শুরু করে। বিমান সেবিকা দৃষ্টি আকর্ষণ করলে তারা বিষয়টি পাইলটকে জানায়। পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করে। কিন্তু ততক্ষণে ভারতের আকাশে সন্তানের জন্ম হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, এরপরই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ হল করতে হল কাতার এয়ারওয়েজের ব্যাংককগামী বিমানকে। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমানবন্দরের কর্মীরা নবজাতক ও মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গে দুজনকে চার্নক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুজনেই সুস্থ রয়েছে। খুব শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে। দুজনেই ফিরে যাবে তাদের দেশে।