For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ! কমিশনকে সার্টিফিকেট পার্থর, জেনে নিন বিস্তারিত

নির্বাচন কমিশনকে ভাল কাজের সার্টিফিকেট দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ভাল কাজ করেছে। প্রশাসনও নির্বাচন কমিশনকে খুব হেল্প করেছে। জানিয়েছেন তিনি।

Google Oneindia Bengali News

নির্বাচন কমিশনকে ভাল কাজের সার্টিফিকেট দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ভাল কাজ করেছে। প্রশাসনও নির্বাচন কমিশনকে খুব হেল্প করেছে। জানিয়েছেন তিনি। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ! কমিশনকে সার্টিফিকেট পার্থর, জেনে নিন বিস্তারিত

তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে যে সব ভোটার ভোট দিয়েছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উন্নয়নের পক্ষে কাজ করায় নির্বাচনের দিন মানুষের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কিছু বিক্ষিপ্তও ঘটনা ঘটেছে। কিন্তু সব আশঙ্কাকে মিথ্যা প্রমাণিত করেছে ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু ঘটনা যে ঘটেছে তা তৃণমূল দল হিসেবে এটা চায় না এবং সমর্থনও করে না। প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করেছে , কমিশন মাথা ঠাণ্ডা রেখেছে যতটা সম্ভব জানিয়েছেন তিনি। সোমবার তাদের কর্মীরাই মার খেয়েছে, আর যে কয়েকজনের মৃত্যু হয়েছে তার বেশিভাগ তৃণমূলের বলেও মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

বাড়িতে আগুন লাগিয়ে মেরে ফেলার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তৃণমূল মহাসচিব। তবে যে কোনও মৃত্যু , রক্তপাত গণতান্ত্রিক আন্দোলনে বা গণতান্ত্রিক ভাবে ভোটের সময় কাম্য নয়। কোনও রাজনৈতিক দলের কর্মীদের মৃত্যু কাম্য নয়।

নির্বাচনে বিজেপির বিরুদ্ধে পার্শ্ববর্তী রাজ্য অসম, ঝাড়খণ্ড এমন কী প্রতিবেশী দেশ থেকে লোক নিয়ে এসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এই কাজে কেন্দ্রীয় সরকারের বিএসএফ ও বিজেপিকে সাহায্য করেছে বলে অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

সব মিলিয়ে নির্বাচন কমিশনকে তারা ৫০ টি চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন।
উলুবেড়িয়া, বেলডাঙা এলাকায় বিজেপি দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধানোর চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেছেন তৃণমূল মহাসচিব। ভোটে সিপিএম , কংগ্রেস এবং বিজেপি সব আদর্শ ভুলে অনেক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে এক হয়েছে। এই বোঝাপড়া বহুদিন ধরেই চলছিল। সেটা সোমবার প্রমাণিত হয়েছে বলে অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্য প্রশাসন এবং পুলিশ অসীম ধৈর্য্য এবং যোগ্যতার সঙ্গে ভোট ভাল করে পরিচালনার করেছে। সেই ধন্যবাদ জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে ২০০৩-এর পঞ্চায়েত নির্বাচনের মৃত্যুর তথ্যও তুলে ধরেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ২০০৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ১১১ জনের মৃত্যু হয়েছিল।

English summary
Without scattered incident Panchayat vote is peaceful, claims Trinamool Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X