For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবহাওয়ার আজব খেল, উষ্ণতম দিন নিয়েই সিক্ততম জুন মাস পেল কলকাতা

উষ্ণতম দিন নিয়েই গত ৫ বছরের মধ্যে সিক্ততম জুন মাস পেল কলকাতা।

Google Oneindia Bengali News

অদ্ভুত খামখেয়ালি হয়ে উঠেছে আবহাওয়া। পশ্চিমবঙ্গে গত ১১ জুন বর্ষা এসেছিল বলে ঘোষণা করেছিল আবহাওয়া বিভাগ। কিন্তু অদ্ভূতভাবে তারপর থেকেই টানা ১০ দিন আশ্চর্যজনক খটখটে ছিল পরিবেশ। কিন্তু তা সত্ত্বেও গত ৫ বছরের মধ্যে সিক্ততম জুনমাস পেল কলকাতা। এবছর জুনের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ৫১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে! গত ৪ বছর ধরে কিন্তু স্বাভাবিকের থেকে কমই ছিল বৃষ্টিপাতের পরিমাণ।

উষ্ণতম দিন নিয়েই সিক্ততম জুন মাস পেল কলকাতা

জানা গিয়েছে, এই জুনে মোট ৪১৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। গত পাঁচবছরে জুন মাসে কলকাতার সবচেয়ে বেশি বৃষ্টি পেয়েছিল গত বছর, কিন্তু তা ছিল মাত্র ২৪০ মিলিমিটারের মতো। এবারও শুরুর দিকের হালচাল দেখে আবহাওয়াবিদরা ভেবেছিলেন আরই খটখটে থাকবে জুন মাসের কলকাতা। থমকে গিয়েছিল মৌসুমী বায়ু।

উষ্ণতম দিন নিয়েই সিক্ততম জুন মাস পেল কলকাতা

আবহাওয়াবিদরা জানিয়েছেন এরপরই হঠাত এই বায়ু সচল হয়। তাকে সঙ্গ দিতে বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্তও তৈরি হয়। এই দুইয়ের প্রভাবেই এবছর জুনে দারুন বৃষ্টি পেয়েছে শহর। ২৬ জুন তারিখে একদিনেই ১৬২.৬ মিলিমিটার বৃষ্টি হয়, যা গত এক দশকে জুন মাসে কলকাতায় একদিনে হওয়া সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করেছে।

উষ্ণতম দিন নিয়েই সিক্ততম জুন মাস পেল কলকাতা

আবহাওয়ার খামখেয়ালিপনা কিন্তু ধরা পড়েছে এর সমান্তরাল এক তথ্যে। রেকর্ড বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্তও ছিল এই জুন মাস। সাধারণত বর্ষা ঢুকে পড়লে তাপমাত্রা কিছুটা কমে। কিন্তু এই বছর বর্ষা আয়ার পরেও কলকাতায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ১৮ জুন। ওইদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস!

English summary
With the warmest day, Kolkata records wettest June in the last 5 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X