For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাগরের উচ্চচাপ বলয় ভেদ করে ধেয়ে আসছে উত্তরে হাওয়া, হিমের পরশ লেগেছে বাংলায়

এক ধাক্কায় অনেকটাই নেমে গেল পারদ। শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, কলকাতার তাপমাত্রাও এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রির কাছকাছি। শুক্রবার আরও কমছে তাপমাত্রা।

Google Oneindia Bengali News

এক ধাক্কায় অনেকটাই নেমে গেল পারদ। শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, কলকাতার তাপমাত্রাও এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রির কাছকাছি। আর পারদের এই নিম্নমুখী প্রভাব থাকবে অন্তত দিন সাতেক। ফলে শীতের অনুভূতি লাগতে শুরু করবে এবার। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, শীতের দাপট এখনই শুরু হবে না।

ডিসেম্বরে শুরু শীতের দাপট

ডিসেম্বরে শুরু শীতের দাপট

শীতের দাপট অনুভব করতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হরবে। অন্তত ডিসেম্বরের প্রথম সপ্তাহ তো বটেই। তারপরই শীত দাপট দেখাতে শুরু করবে বঙ্গে। এমনই অভিমত, আলিপুর হাওয়া অফিসের অধিকর্তাদের। আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এ সপ্তাহের শেষে শীতের অনুভূতি মিলবে।

উত্তরে হাওয়ায় অনুভূত শীত

উত্তরে হাওয়ায় অনুভূত শীত

উত্তরে হাওয়ার হাত ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই বইছে উত্তুরে হাওয়া। রাতের দিক তা আরও বেশ জোরদার হয়। শুক্রবারের সকাল অনুভতি দেয় এ বছরের প্রথম শীতের। বেশ বেলা পর্যন্তই কুয়াশাচ্ছন্ন থাকে আকাশ। বেলা বাড়ার পর রোদ ওঠার পর তাপমাত্রার একটু তারতম্য হতে শুরু করে।

কেন এই উত্তরে হাওয়া

কেন এই উত্তরে হাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানান, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে উচ্চচাপ বলয়। ফলে বেশ কিছুদিন ধরে বায়ুমণ্ডলে বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছিল। আর উত্তরে হাওয়ার গতি দুর্বল হয়ে পড়েছিল। ভোর বা রাতের দিকে শীত অনুভূত হলেও, দিনে জারি ছিল গরম। কিন্তু এবার উচ্চচাপ দুর্বল হয়ে পড়ার পর থেকেই ফের বইতে শুরু করেছে উত্তরে হাওয়া এবং তা তা জোরালো হওয়ার সম্ভাবনাও থাকছে।

শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি

শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি

এখন একটাই প্রশ্ন কতদিন স্থায়ী হবে এই উত্তরে হাওয়া। বৃহস্পতিবার এক লাফে অনেকটাই কমে শহরের তাপমাত্রা তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে এসেছিল। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৯ ডিগ্রি। অন্ত সাতদিন এখন ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে শহরের তাপমাত্রা।

English summary
Winter is little delay, but mercury is down in South Bengal with kolkata. The north wind is flowing over Bay of Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X