For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হপ্তা কাটিয়েই কি পড়বে শীত, কোন আশার কথা শোনাল হাওয়া অফিস

নিম্নচাপ কেটে গিয়ে আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে। এই সপ্তাহের মধ্যেই আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আবহাওয়াবিদেরা।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের নাকের ডগায় এসেও দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে নিম্নচাপ কেটে গিয়ে আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে। এই সপ্তাহের মধ্যেই আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আবহাওয়াবিদেরা। ফলে মনে করা হচ্ছে আগামী সপ্তাহের শুরু থেকেই শীতের আমেজে গা সেঁকতে শুরু করবে বঙ্গবাসী।

হপ্তা কাটিয়েই কি পড়বে শীত, কোন আশার কথা শোনাল হাওয়া অফিস

হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষ কয়েকদিন সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে নিম্নচাপ ওড়িশা থেকে বাংলামুখী না হয়ে পূর্ব উপকূল হয়ে রওনা দিয়েছে বাংলাদেশের দিকে। তবে সেদেশেও বিশেষ সুবিধা করতে পারবে না।

সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময়ই তা দুর্বল হয়ে যাবে বলে দাবি করেছেন আবহাওয়াবিদেরা। নিম্নচাপ সরে গেলেই আকাশ পরিষ্কার হবে ও তাপমাত্রা নামতে শুরু করবে। তাহলেই ডেঙ্গি সহ একাধিক রোগের প্রকোপ দ্রুত কমতে শুরু করবে।

ঘটনা হল, হঠাৎ করে আসা নিম্নচাপের জেরে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে এই সপ্তাহটা বৃষ্টিতেই কেটেছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়ায় ফের নিম্নচাপের বৃষ্টির জেরে মানুষ বিরক্ত। তবে আগামী সপ্তাহ থেকেই শীতের আগমনী বার্তায় সকলেই উৎফুল্ল বোধ করছেন।

English summary
Winter is approaching in Bengal, will be entering from next week after depression goes away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X